সিরাজগঞ্জ প্রতিনিধি: দেশ স্বাধীনে সাংস্কৃতিক গোষ্ঠীর ভূমিকা অগ্রগণ্য। মহান মুক্তিযুদ্ধের সময় তারা লিখনি, গান এবং আবৃত্তির মাধ্যমে জনগণকে সচেতন করে স্বাধীনতাযুদ্ধে যোগদানে উদ্বুদ্ধ করেন। আর সে কারনেই অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সরাসরি মুক্তিযোদ্ধাদের সংগে যুদ্ধে অংশগ্রহন করে বিজয় আনতে সহায়ক ভূমিকা পালন করেছে। এই সাংস্কৃতিক গোষ্ঠিকে আর একবার রাজাকার আলবদর আলসামসদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে, তাদেরকে দেশ থেকে উচ্ছেদ করতে হবে। তিনি বলেন,সাংস্কৃতিক গোষ্ঠীই পারে ধর্মান্ধদের প্রতিহত করতে। বিজয়ের ৪০ বছর পূর্তিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখা’র উদ্যোগে সপ্তাহব্যাপী ধানসিঁড়ি সাংস্কৃতিক উৎসব-২০১১’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এ কথাগুলো বলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় স’ানীয় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখা’র সভাপতি এ্যাড. মাহবুব এ খোদা টুটুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন,জেলা প্রশাসক আমিনুল ইসলাম, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস-াফিজুর রহমান, সাধারন সম্পাদক এ্যাড.কে এম হোসেন আলী হাসান, সদর উপজেলা চেয়ারম্যান আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া,ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ধানসিঁড়ি সাংস্কৃতিক উৎসব’র আহবায়ক ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদ উদ্দিন পবলু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট সাধারন সম্পাদক হীরক গুণ। অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নব নির্বাচিত সাধারন সম্পাদক সাজ্জাদ আলম খান তপুকে সন্মাননা জানানো হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপসি’ত ছিলেন, জেলা কমান্ডার মুক্তি যোদ্ধা গাজী সোহরাব আলী সরকার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গাজী আমিনুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শফিকুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এমএ রউফ পাতা, জেলা আওয়ামীলীগ সহসভাপতি মোস-ফা কামাল খান,এ্যাড. বিমল কুমার দাস,বারী তালুকদার, এএসপি হেডকোয়র্টার কানাইলাল সরকার, বিএমএ সভাপতি ডাঃ জহুরুল হক রাজা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব খ.ম আকতার প্রমূখ। অনুষ্ঠানে মন্ত্রী সম্মিলিত সাংস্কৃতিক জোটকে তিন লক্ষ টাকা অনুদান প্রদান করেন।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …