22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / কর্মহীন সময়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই উদ্দেশ্য পত্নীতলায় কমিউনিটি ফুড ব্যাংকের যাত্রা শুরু

কর্মহীন সময়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই উদ্দেশ্য পত্নীতলায় কমিউনিটি ফুড ব্যাংকের যাত্রা শুরু

এনবিএন ডেক্সঃ  কর্মহীন সময়ে মহাজনদের কাছ থেকে উচ্চ সুদে ঋণ গ্রহণ বা অগ্রিম শ্রম বিক্রয় থেকে রৰা পাওয়ার জন্য নওগাঁর পত্নীতলায় ২৭জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক এবং দিনমজুর মিলে গঠন করেছে কমিউনিটি ফুড ব্যাংক। বুধবার উপজেলার পত্নীতলা উপজেলার হাসানবেগপুর গ্রামের কৃষকরা ১মণ করে ধান জমা দিয়ে আনুষ্ঠানিক ভাবে এই কমিউনিটি ফুড ব্যাংকের কার্যক্রম শুর্ব করেন। স্থানীয় বেসরকারী সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) এই কার্যক্রমে কারিগরি সহায়তা প্রদান করছেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন।    সরেজমিনে অনুসন্ধানে জানা গেছে, আশ্বিন-কার্তিক ও চৈত্র-বৈশাখ মাসে ক্ষুদ্র, প্রান্তিক কৃষক ও কৃষি মজুরদের হাতে কোন কাজ থাকে না। ফসল ঘরে ওঠার আগ মুহুর্তে তাদের চরম আর্থিক সংকটে পড়তে হয়। এ সময় জীবণ ধারণের তাগিদে তাদের উচ্চ সুদে ঋণ গ্রহণ কিংবা আগাম শ্রম বিক্রয় করে দিতে হয়। ঋণের শর্ত বেশ কড়া। একমণ ধান বা চাউল নিলে তাদের দেড়মণ কিংবা এক হাজার টাকা ধার নিলে ২/৩ মাস পর তাদের দেড় হাজার টাকা পরিশোধ করতে হয়। অন্যনিকে আগাম শ্রম বিক্রয় করতে হয় অর্ধেক দামে। গাম্য মহাজন কিংবা দাদন ব্যবসায়ীদের হাত থেকে রৰা পাওয়ার  জন্য উপজেলার হাসানবেগপুর গ্রামের আদিবাসীরা রকমিউনিটি ফুড ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে এবং বুধবার আনুষ্ঠানিক ভাবে এর যাত্রা শুর্ব করে। সরেজমিনে হাসানবেগপুর গ্রামে গিয়ে দেখা গেছে মহিলা ইউপি সদস্য দিনোমনি তিগ্যার বাড়িতে ৭০/৮০ জন নারী-পুর্বষ গোল হয়ে বসে আছে। কেউ আবার সদস্য ফরম পুরণ করার কাজে ব্যস্ত। কমিউনিটি ফুড ব্যাংক পরিচালনা কমিটির সভাপতি আদরী মিঞ্জ জানান, এই ফুড ব্যাংক প্রতিষ্ঠার জন্য বেসরকারী সংগঠন বিএসডিও তাদের উদ্বুদ্ধ করেছে। গত প্রায় ১মাস থেকেই তারা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা চালাচ্ছেন। অবশেষে আজকে ২৭জন সদস্য নিয়ে ফুড ব্যাংক গঠন করা হয়েছে। গঠনের দিনই ১০জন সদস্য ১মণ করে ধান কমিটিতে জমা দিয়েছেন। কমিটির সাধারণ সম্পাদক মহিম লিন্ডা জানান, প্রত্যেক সদস্য ১মণ করে ধান কমিটিতে জমা দিবেন। হাতে যখন কাজ থাকবে না বা জর্বরী প্রয়োজনে সদস্যরা কমিটি থেকে ধান সংগ্রহ করতে পারবেন। তবে ঘরে নতুন ধান এলে তাদের সেই ধান পুনরায় জমা দিতে হবে। কোন সদস্য ইচ্ছা করলে ২মণ ধান জমা দিতে পারবে বলেও তিনি জানান। কমিটির কোষাধ্যৰ মলিৱকা টপ্য জানান, প্রাথমিক অবস’ায় ইউপি সদস্যর বাড়িতে এই ধান জমা রাখা হয়েছে। ধান রাখার উপযুক্ত জায়গা তৈরী করে সেগুলো সুন্দরভাবে গচ্ছিত রাখা হবে। এ বিষয়ে পত্নীতলা ইউনিয়নের মহিলা ইউপি সদস্য দিনোমনি তিগ্যার সাথে কথা বললে তিনি জানান, গ্রামবাসী তার কাছে এসে তাদের পরিকল্পনার কথা বললে বিষয়টি জেনে তিনি আনন্দিত হয়েছেন এবং তাদের সার্বিক সহায়তা প্রদান করছেন। ফুড ব্যাংক ব্যবস্থাপনা কমিটিতে তাকে উপদেষ্টা হিসাবে রাখা হয়েছে বলেও তিনি জানান। একই বিষয়ে কারিগরী সহায়তা প্রদানকারী এনজিও বিএসডিও’র প্রজেক্ট ম্যানেজার আতাউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভাবকালীন সময়ে প্রান্তিক জনগোষ্ঠির খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের পদৰেপ হিসাবে ইউরোপিয়ান ইউনিয়েনের অর্থায়নে ও অক্সফাম-জিবি’র সহায়তায় বাস্তবায়নাধীন এনএসএ প্রকল্পের অংশ হিসাবে বিএসডিও ফুড ব্যাংক প্রতিষ্ঠার জন্য কারিগরী সহায়তা প্রদান করছে। এই কার্যক্রমের সফল বাস্তবায়ন সম্ভব হলে এলাকায় মহাজনী কারবার ও দাদন ব্যবসায়ীদের প্রভাব হ্রাস পাবে বলেও তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …