21 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / সিরাজগঞ্জে পাউবোর শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

সিরাজগঞ্জে পাউবোর শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ নির্বাহী প্রকৌশলী সুজয় চাকমার অপসারন এবং চাকুরী নিয়মিতকরন ও বকেয়া বেতনভাতা পরিশোধের দাবিতে সিরাজগঞ্জে পাউবোর চুক্তিভিত্তিক শ্রমিক-কর্মচারীরা বৃহস্পতিবার বিক্ষোভ পালন করেছে। বিক্ষুব্ধরা সকাল ১১টার দিকে নির্বাহী প্রকৌশলীর অফিস কক্ষে তালাবন্ধ করে পাঁচ সহকর্মী প্রকৌশলীসহ তাকে অবরুদ্ধ করে অফিস প্রাঙ্গনেই বিক্ষোভকারীরা মিছিল করে। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সাথে আলোচনা করে মিমাংশার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা দুপুর পৌনে ১২টার সময় তালা খুলে দেয়। পরে এ বিষয়টি নিয়ে পুলিশ বিক্ষোভকারীদের সাথে নিয়ে নির্বাহী প্রকৌশলীর কক্ষে এক আলোচনায় বসে। এ সময় সুজয় চাকমা ছাড়াও সদর উপ-বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, উল্লাপাড়া উপ-বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোঃ রবিউল হক,  বেলকুচি উপ-বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ক্যাথৌই মার্মা, উপ-সহকারী প্রকৌশলী সরোয়ার-ই-জাহান, উপ-সহকারী প্রকৌশলী মতি লাল, উপ-সহকারী প্রকৌশলী রবিউল হাসান ও সদর থানার উপ-পুলিশ পরিদশর্ক রেজাউল ইসলাম উপসি’ত ছিলেন।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …