এনবিএন ডেক্সঃ প্রকৃতি থেকে বিলুপ্ত হতে চলেছে উপকারী গাছ লজ্জাবতী। সকলের অতি পরিচিত এ গাছ মানুষের নানা উপকারে আসা ছাড়াও ফসলী জমির জৈব সারের চাহিদা পূরণ করে থাকে। কোন কিছুর স্পর্স পাওয়া মাত্রই লজ্জায় এর পাতাগুলো গুটিয়ে যায় জন্যই গ্রাম-বাংলায় এটি লজ্জাবতী হিসেবে অধিক পরিচিত। এক সময় গ্রামের মাঠ-ময়দান ও ৰেত-ফসলের আইলসহ আনাচে-কানাচে প্রচুর সাদা ও লাল জাতের লজ্জাবতীর গাছ দেখা যেত। প্রবীণ ব্যক্তিদের মতে, এ গাছ যে এলাকায় থাকে সেখানে সাপের উপদ্রুপ হয়না। সাপের ক্ষতির হাত থেকে বাঁচতে বাড়ি-ঘর এবং গৃহপালিত জন’র আবাসস’লে এ গাছ ঝুলিয়ে রাখলে শতভাগ সুফল পাওয়া যায়। যৌন রোগের চিকিৎসাতেও লজ্জাবতীর ব্যবহার সেই আদিকাল থেকেই হয়ে আসছে। ফসলী জমিতে এ গাছ জৈব সারের চাহিদা পূরণ করে থাকে বলে কৃষকরা জানান। কিন’ু মানুষের অযত্ন আর অবহেলায় এই উপকারী লজ্জাবতী গাছ আজ বিলুপ্ত হতে চলেছে। #
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …