21 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত পিয়াস ও টনির দাফন সম্পন্ন

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত পিয়াস ও টনির দাফন সম্পন্ন

এনবিএন ডেক্সঃ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধু পিয়াস ও টনির নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। গত বুধবার বাদ জোহর নওগাঁ নওজোয়ান মাঠে নামাজে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। নওগাঁ শহরের পোষ্ট অফিস পাড়ার কে,সি মাহবুবুল আলম চৌধূরীর পুত্র আবদুল্লাহ আল ফারাজী পিয়াস (২০), তার বন্ধু কোমাইগাড়ী মহল্লার সাবেক সেনা সদস্য আঃ জলিলের পুত্র ফারহান আহমেদ টনি (২০) ও তার নববিবাহিতা স্ত্রী আরজী নওগাঁ মহল্লার জনতা ব্যাংকের কর্মকর্তা জুলফিকারের কন্যা মৌটুসী (১৮) সহ ৩ জন মঙ্গলবার বিকেলে একটি মোটর সাইকেল যোগে নওগাঁ থেকে বগুড়া যাবার পথে নওগাঁ-বগুড়া বারপুকুর নামক স’ানে ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস’লেই দুই বন্ধু পিয়াস ও টনি মারা যায়। টনির স্ত্রী মৌটুসীকে গুরুতর আহত ও অচেতন অবস’ায় পথচারীরা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করে দেয়। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস’া আশংকাজনক। ঘাতক ট্রাক পালিয়েছে। গত মঙ্গলবার রাতে দুই বন্ধুর লাশ শহরের পোষ্ট অফিস পাড়া ও কোমাইগাড়ী মহল্লায় পৌছলে এক হৃদয় বিদারকর দৃশ্যের সৃষ্টি হয়। সহকর্মী আত্নীয় স্বজনের কান্নায় আকাশ ভারী হয়ে উঠে। পুরো শহর জুড়ে শোকের ছায়া নেমে আসে। বাদ জোহর নামাজে জানাজা শেষে কেন্দ্রীয় কবর স’ানে দাফন করা হয়েছে। #

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …