22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর রানীনগরে হত্যা সহ ২টি মামলার পলাতক আসামী বেলাল কাজী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে

নওগাঁর রানীনগরে হত্যা সহ ২টি মামলার পলাতক আসামী বেলাল কাজী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে

এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে বহুল আলোচিত ইদ্রিস আলী ওরফে খেজুর হত্যা মামলা সহ দুটি মামলার গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পলাতক আসামী বেলাল হোসেন কাজী ওরফে মুন্সি প্রকাশ্যে এলাকায় ঘুড়ে বেড়াচ্ছে । সুত্র জানায়, গত ২০০৪ সালে জেএমবি প্রধান সিদ্দিকুর রহমান বাংলা ভাই ও তাঁর সহযোগীরা উপজেলার সিম্বা গ্রামের মৃত সেকেন্দার আলীর পুত্র ইদ্রিস আলীকে আটক করে ভেটি গ্রামের জেএমবির ক্যাম্পে নির্মম ভাবে তাকে হত্যা করে। হত্যার ঘটনায় ইদ্রিস আলী খেজুরের বড়বোন লিলিমা আক্তার বাদী হয়ে জেএমবি প্রধান ছিদ্দিকুর রহমান বাংলা ভাই সহ ১০২ জনের নামের তালিকা ব্‌জ্িঞ চীফ জুডিশিয়াল আদালতে দাখিল করেন। বিজ্ঞ আদালত মামলাটি সঠিক তদনে-র জন্য সিআইডি বরাবরে প্রেরন  করেন । মামলা তদন- শেষে । বিজ্ঞ আদালতে মোট ৫২ জনের নামে চার্জসিট দাখিল করেন উক্ত চার্জসিটে বেলাল কাজী ওরফে মুন্সি ১২নং পলাতক আসামী। যাহার মামলা নং জি আর ২১/২০০৪(রানী) এবং গত ২০০৫ সালে গহেলাপুর গ্রামের শাহজাহান আলী বাদী হয়ে তার বিরুদ্ধে ৪২০/৪০৭/৪০৬/ধারায় চীফ জুডিশীয়াল আদালতে  একটি সার্টফিকেট জালিযাতী মামলা দায়ের করেন, মামলা নং জি আর ১৩/০৫ (রানী) উক্ত মামলায় পলাতক দেখিয়ে গত ২৪/১১/১১ইং তারিখে গ্র্রেফতারী পরোয়ানা জারী করা হলে ও ২টি মামলার পলাতক আসামী বেলাল কাজী ওরফে মুন্সি প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এ ব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খাঁন জানান, তার নামে গ্রেফতারী পরোয়ানা আছে তাকে ধরার চেষ্টা ও করছি। কিন’ তাকে পাওয়া যাচ্ছে না। #

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …