21 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর বদলগাছীতে ৪০ দিন কর্মসূচী পারিশ্রমিক না পাওয়ায় অনাহারে ১ হাজার শ্রমিক

নওগাঁর বদলগাছীতে ৪০ দিন কর্মসূচী পারিশ্রমিক না পাওয়ায় অনাহারে ১ হাজার শ্রমিক

এনবিএন ডেক্স: নওগাঁর বদলগাছী উপজেলায় ৪০ দিন হত দরিদ্র কর্মসৃজন কর্মসূচীর শ্রমিকেরা গত ২২ নভেম্বর থেকে বদলগাছী ছোট যমুনা নদী ভরাটের কাজ করে তাদের পারিশ্রমিকের টাকা না পেয়ে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে বলে শ্রমিক তাজিমুদ্দীন সহ অন্যান্য শ্রমিকদের ভাষ্যে জানা গেছে। উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ কর্তৃক ৪০ দিন কর্মসূচীর গৃহিত প্রকল্প সমূহের কাজ না করে স’ানীয় এমপি ৯৪৯ জন শ্রমিক দ্বারা ২২ নভেম্বর থেকে নদী ভরাটের কাজ শুরু করে। সরকারী বিধি মতে ৭দিন কাজ করার পর শ্রমিকদের পারিশ্রমিকের টাকা দেওয়ার কথা থাকলেও পহেলা ডিসেম্বর পর্যন- তাদের টাকা দেওয়া হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে প্রতিটি ইউনিয়নের তালিকা ভুক্ত শ্রমিক দ্বারা নদী ভরাটের  কাজ করায় প্রকল্প কমিটি এবং শ্রমিকদের টাকা উত্তোলনের রেজুলেশনসহ মাষ্টার রোলে স্বাক্ষর না করায় শ্রমিকেরা তাদের টাকা পায়নি। ৪০ দিন কর্মসূচীর সর্ব শেষ কাজ ৩১ অক্টোবর থেকে কাজ শুরু করার কথা থাকলেও স’ানীয় এমপির সিন্ধান-হীনতায় ২২ নভেম্বর থেকে ধান কাটার ভরা মৌসুমে কাজ শুরু করা হয়। প্রতিদিন ধান কাটার কাজে প্রতিদিন ২০০ টাকা করে কাজ করছে। অথচ ৪০ দিন কর্মসূচীর অন-র্ভূক্ত শ্রমিকেরা ১০/১৫/২০ কিঃ মিটার দুর থেকে ৫০/৬০ টাকা অন্যের কাছ থেকে ধার করে নিয়ে বদলগাছীতে যাতায়াত করে নদী ভরাটের কাজ করার পর তারা আর ধান কাটার কাজে নিয়োজিত হতে পারছে না। কোলা ইউনিয়ন চেয়ারম্যানসহ অন্যান্য চেয়ারম্যানরা জানান স’ানী এমপি স’ানীয় সরকারের উপর হস-ক্ষেপ করে ইউনিয়ন সমূহের কাজ না করে যমুনা নদী ভরাটের কাজ করছে এবং এমপি যা বলেন বাস-বে কাজের সংগে তার কথার মিল নেই। এমপিসহ স’ানীয় প্রশাসনের ভুলত্রুটির কারনে শ্রমিকদের এই দুর্দশার সৃষ্টি। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস-বায়ন কর্মকর্তার সংগে মোবাইল ফোনে যোগোযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। উপজেলা চেয়ারম্যান আ.জা.ম. শফি মাহমুদ এর সংগে যোগাযোগ করা হলে তিনি জানান এমপির সংগে চেয়ারম্যানদের সমঝোতা হয়েছিল যে নদী ভরাট কাজে ২৫ দিন শ্রমিকেরা কাজ করবে এবং ১৫ দিন ইউনিয়ন পর্যায়ে কাজ করবে। এর পর চেয়ারম্যানদের প্রকল্প কমিটি না দেওয়াসহ অন্যান্য কাগজপত্রে সহি স্বাক্ষর না করায় শ্রমিকেরা তাদের পারিশ্রমিকের টাকা পায়নি। টাকা না পাওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …