21 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / অর্থনীতি / নওগাঁয় এসকে এস ফাউন্ডেশনের সদর ব্রাঞ্চ এর শুভ উদ্বোধন

নওগাঁয় এসকে এস ফাউন্ডেশনের সদর ব্রাঞ্চ এর শুভ উদ্বোধন

এনবিএন ডেক্স: নওগাঁয় এসকে এস ফাউন্ডেশনের সদর ব্রাঞ্চের শুভ উদ্বোধন করা হয়েছে। গত সোমবার বিকেলে নওগাঁ শহরস’ রজাকপুর মহল্লায় এসকে এস ফাউন্ডেশনের সদর ব্রাঞ্চ অফিস ভবনে  এসকে এস ফাউন্ডেশনের সদর ব্রাঞ্চের শুভ উদ্বোধন করেন সংস’ার নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক কমিশনার আব্দুল মজিদ। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সোহেল রানা, বিশেষ অতিথি হিসাবে উপসি’ত ছিলেন সরওয়ার মোহাম্মদ বাবু, সুরুজ আহম্মেদ লিটন, খোকন কুমার কুন্ডু অখিল চন্দ্র বর্মন, মোঃ আরিফুরউর রহমান, মোঃ আশরাফ আলী, মোঃ জাহেদুর রহমান, মোঃ সাখাওয়াত হেসেন, মোঃ মমিনুল ইসলাম, রুকুনুজামান, শ্রী পরিতোষ চন্দ্র পাল ও বিশিষ্ট সাংবাদিক মোঃ আবুবকর সিদ্দিক প্রমুখ। উক্ত অনুষ্ঠানে শাহারা খাতুনকে গাভী পালনের জন্য ও রেজিয়া বেগমকে মুদি ব্যবসার জন্য ৯০,০০০/- হাজার টাকা স্বালম্বী ঋণ প্রদান করা হয়। অনুষ্ঠানে এলাকার  বহু গন্য মান্য ব্যক্তিবর্গ উপসি’ত ছিলেন।

আরও পড়ুন...

নওগাঁয় এন আর বি সি ব্যাংকের ২২ তম শাখার শুভ উদ্বোধন!!

এনবিএনডেক্স: নওগাঁয় এন আর বি সি ব্যাংক (এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড) এর ২২ তম শাখা …