19 Agrohayon 1431 বঙ্গাব্দ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / অর্থনীতি / নওগাঁর ধামইরহাটে সোনালী ব্যাংকের গ্রাহকদের ভোগান্তি

নওগাঁর ধামইরহাটে সোনালী ব্যাংকের গ্রাহকদের ভোগান্তি

এনবিএন ডেক্সঃ বর্তমান যুগ আধুনিক ডিজিটালের যুগ। কম সময়ে বেশি সেবা দেওয়ায় একমাত্র লৰ্য। সেই লৰ্যেই দু’টি কম্পিউটার গত কয়েক মাস আগে পাঠিয়েছে সোনালী ব্যাংক ধামইরহাট শাখায়। কিন’ এর মাধ্যমে কোন সেবা পাচ্ছে না গ্রাহকরা। ব্যাংকে আশা গ্রাহকরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছে লেন-দেন করতে এসে। এদিকে উত্তর চকরহমত সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিৰক আবু হানিফ, মোস্তফা ও পিয়ন ইউনুছ আলী জানান, বার বার শিৰকদের ভোগ্য-পন্য লোনের জন্য ব্যাংকে গেলেও ফিরিয়ে দিয়েছেন সোনালী ব্যাংক শাখার ব্যবস’াপক। সরকারী ভাবে একাউন্ড খোলার নিদিৃষ্ট কোন তারিখ নাই। অথচ একাউন্ড খোলতে আশা জেসমিন সুলতানা নুপুর জানান, যতবার একাউন্ড খোলার জন্য এসেছি প্রত্যেক বার ম্যানেজার বলেন তিন মাসের আগে একাউন্ড খোলা হবে না। এদিকে ধামইরহাট উপজেলার মাদ্রাসার শিৰক ও কর্মচারী সমিতির সহ-সাধারন সম্পাদক আব্দুলৱাহ হেল বাকী জানান, প্রতি মাসে এমপিও ভুক্ত শিৰকদের বেতন ভাতা জেলার অন্য সব উপজেলায় পাবার এক সপ্তাহ পর ধামইরহাট উপজেলায় পাওয়া যায়। সব অভিযোগ নিয়ে ধামইরহাট উপজেলার সোনালী ব্যাংক শাখার ব্যবস’াপকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ব্যাংকে লোকবল কম তাই এক জনের কাজ অন্যদের দিয়ে করানো সম্ভব হয় না। এছাড়া শিৰকদের ভোগ্য-পন্য লোন দেওয়া এখন সম্ভব নয়।

আরও পড়ুন...

নওগাঁয় এন আর বি সি ব্যাংকের ২২ তম শাখার শুভ উদ্বোধন!!

এনবিএনডেক্স: নওগাঁয় এন আর বি সি ব্যাংক (এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড) এর ২২ তম শাখা …