22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর রাণীনগরে কপোত-কপোতি আটক

নওগাঁর রাণীনগরে কপোত-কপোতি আটক

এনবিএন ডেক্সঃ গত শনিবার দিবাগত রাতে নওগাঁর রাণীনগরে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায়  স্থানীয় জনতা একজোড়া কপোত-কপোতিকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। রাণীনগর থানার এএসআই নিরঞ্জন মন্ডল জানান, আত্রাই উপজেলার বান্ধাইখারা গ্রামের রঘুনাথ চন্দ্রের ছেলে সঞ্জিত কুমার (৩২) রাণীনগর উপজেলার ত্রিমোহনী হিন্দু পাড়া গ্রামের মৃত ভূপেন্দ্রনাথের কুমারি মেয়ে সপ্না রাণী ওরফে লিভার (২৩) মধ্যে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সুত্র ধরে সঞ্জিত প্রেমিকা লিভার কাছে মাঝে মধ্যেই আসা-যাওয়া করতো। শনিবার সন্ধ্যায় প্রেমিক ভুপেন প্রেমিকা লিভার ঘড়ে ঢুকে অসামাজিক কাজে লিপ্ত হলে স’ানীয় জনতা টের পেয়ে তাদেরকে হাতে -নাতে আটক করে। পরে থানা পুলিশে খবর দিলে পুলিশ তাদেরকে উদ্ধার করে। এব্যাপারে থানায় পাবলিক নুইসেন্স এক্টের ২৯০ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে তাদেরকে নওগাঁ কোর্টে চালান দেয়া হয়। #

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …