এনবিএন ডেক্স: নওগাঁ জেলা ছাত্রলীগ এবং সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের কমিটি বাতিল ঘোষনা করা হয়েছে। গতকাল শনিবার বাংলাদেশ আওয়ামী লীগ নওগাঁ জেলা শাখা এক প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের কমিটি বাতিলের এ ঘোষনা দেয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ফজলে রাব্বী বকু ও সাধারন সম্পাদক মোঃ আব্দুল মালেক যৌথ স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেশ কিছুদিন থেকে জেলা ছাত্রলীগ এবং নওগাঁ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দের দৈনন্দিন কার্যকলাপ সংগঠন পরিপনি’ বলে পরিলক্ষিত হচ্ছিল। এর ফলে এতদাঞ্চলের ছাত্রসমাজের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এসব কারনে সার্বিক বিবেচনায় সংগঠনের স্বার্থে নওগাঁ জেলা ছাত্রলীগ এবং নওগাঁ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ শাখার কমিটি বাতিল ঘোষনা করা হয়েছে।
উল্লেখ্য যে, বৃহষ্পতিবার ছাত্রলীগ কলেজ শাখার এক নেতা সরকারী কলেজের মোড়ে এক হোটেলে নাস-া করতে গিয়ে হোটেল মালিকের বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে এবং হোটেলটি ভাংচুর করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স’ানীয় লোকজনের সঙ্গে ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষের রুপ নেয়। এতে ছাত্রলীগের কয়েকজন নেতা আহত হয়। তাদের নওগাঁ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। ধারনা করা হচ্ছে, ওই ঘটনাসহ বিভিন্ন ঘটনার জের ধরে জেলা ছাত্রলীগ ও কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বাতিল করা হয়েছে। #
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …