এনবিএন ডেক্স: নওগাঁ সদর উপজেলার মাখনা গ্রামে বৃহস্পতিবার ভোর রাতে দুই সহোদরের দুটি বাড়িতে ভয়াবহ অগ্নীকান্ডে আসবাবপত্র ও গৃহপালিত পশু পাখি ভস্মিভূত হয়েছে। ক্ষতিগ্রস- সহোদররা হলেন, মাখনা গ্রামের ইয়াছিন আলীর ছেলে সাবু ও বাবু। ক্ষতিগ্রস-রা জানায়, সাবুর বাড়ির গরু রাখার ঘরে ইলেক্ট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ওই পরিবারের কেউ কিছু বুঝে উঠার আগেই দ্রুত পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পাশের সাবুর বাড়িতে আগুন ছড়িয়ে পড়লে তারা কোন মতে বাইরে এসে রক্ষা পায়। গোয়ালে থাকা মোট ৫ টি গরু, ৩০ টি ছাগল ও প্রায় শতাধিক হাঁস মুরগি আগুনে পুড়ে মারা গেছে। এছাড়া মূল্যবান কাগজ পত্র ও নগদ লক্ষাধিক টাকা পুড়ে গিয়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। নওগাঁ সদর থানার পরিদর্শক এনামূল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে দুপুরে মোবাইল ফোনে সাংবাদিকদের জানান, আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী ছুটে এসে সকাল ৭টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তিনি আরও জানান, ক্ষতিগ্রস-রা সঠিক সময় ফায়ার সার্ভিস ষ্টেশনের সাথে যোগাযোগ করতে না পরায় বাড়ি দুটির কিছুই রক্ষা করতে পারেনি।#
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …