এনবিএন ডেক্স: নওগাঁর সাপাহার উপজেলা পরিষদ অভ্যন-রে অবসি’ত অফিসার্স ডরমেন্টরীতে গতকাল রাতে এক দুঃসাহসীক চুরি সংঘঠিত হয়েছে। উপজেলা সমবায় অফিসার নজরুল ইসলাম জানান , ওই রাতের যে কোন সময়ে একটি সংঘবদ্ধ চোরের দল জানালার গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ৪টি কক্ষের মালামাল, কাপড় চোপড় ও সমবায় অফিসারের মানিব্যাগ সহ নগদ ২৫ হাজার , পল্লিউন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলমের- ৪ হাজার নগদ টাকা সহ উপজেলা ডরমেন্টরীর ৪টি কক্ষের অফিসারদের প্রায় ৪০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।পরে সকালে চত্বরের বিভিন্ন স্থানে অফিসার্সদের কাপড় চোপড় পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। রহস্য জনক এ চুরির ঘটনাটি সাপাহার থানা পুলিশ কে সকালে জানানো হলে পুলিশ ঘটনাস’ল পরির্দশন করেছে। এ দিকে থানা সংলগ্ন উপজেলা পরিষদ চত্বরের এ দুঃসাহসীক চুরির বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ,কর্মচারী সহ সচেতন মহলে দিনভর বেশ আলোচনা সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …