নওগাঁ (ধামইরহাট) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলার চৌঘাট-জগন্নাথপুর সীমান- এলাকায় স’লবন্দর প্রকল্পটি দীর্ঘ স্বাধীনতার ৪২ বছর ধরে ফাইলবন্দী অবস্থায় পড়ে আছে। আওয়ামী লীগ ও ৪ দলীয় জোট সরকারের আমলে এলাকায় কাস্টম করিডর চালুর পরিকল্পনা করা হলেও তার কোন অগ্রগতি হয়নি। এদিকে ঐ সম্ভাব্য স্থানে চেকপোষ্ট চালু হচ্ছে মর্মে ব্যাপক প্রচার করা হলে ঐ এলাকায় ব্যবসায়ী মহলের জমি কেনার হিড়িক পড়ে। এছাড়া সরকারী ভাবে পুলিশ ফাঁড়ীর জন্য ২ একর ও কাস্টমসয়ের জন্য ৩ একর বরাদ্দকৃত সম্পত্তি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। পাকিস্থান শাসনামলে ইপিআর ক্যাম্প ও কাস্টম অফিস চালু ছিল। রহস্যজনক কারণে ৭৩ সালে ভারত সরকার লেন-দেন বন্ধ করে দেয়। এ পর্যন্ত বন্ধ রয়েছে। আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আব্দুল জলিল স্থানীয় জনগণের দাবির মুখে উলেৱখিত স্থানটি পরিদর্শন করে স’লবন্দর চালু করা হবে মর্মে ঘোষণা দিয়েছিলেন। এরপর বাণিজ্য মন্ত্রণালয়ের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন পরিদর্শন টিম ঐ স্থানটি সরেজমিন পরিদর্শন করেন। পরর্বতীতে ক্ষমতার পট পরিবর্তন হলে এ প্রকল্পের আর কোন অগ্রগতি হয়নি। ২০০১ সালের সাধারণ নির্বাচনের প্রাক্কালে ধামইরহাট এম এম ডিগ্রি কলেজ ও নজিপুর জিয়া ময়দানের বিশাল জনসভায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চৌঘাট পূর্ণাঙ্গ স’লবন্দর স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর আগে ১৯৯৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাপাহার উপজেলার খঞ্জনপুর আশ্রয়ন প্রকল্প উদ্বোধন কালে ও ধামইরহাট এম এম ডিগ্রী কলেজ মাঠে ১৯৯৯ সালে জনসভায় ঘোষনা দিয়েছিলেন নতুন করে কোথাও যদি স’ল বন্দর চালু করা হয় তার আগেই চৌঘাট-জগন্নাথপুর স’ল বন্দর চালু করা হবে। এ ঘটনা ছড়িয়ে পড়ার সাথে সাথে ব্যবসায়ী মহলের এলাকায় জমি কেনার হিড়িক পড়ে এবং এখনও জমি কেনাবেচা চলছে উচ্চ মূল্যে। উল্লেখ্য, ধামইরহাট উপজেলা সদর থেকে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর অবধি ব্রিটিশ আমল থেকে একটি সুপ্রস’ সড়ক পথ আজও বিদ্যমান। তাছাড়া ঐ সীমানে- পাকিস-ান আমলে চৌঘাট ও ওপারের ডাঙ্গিঘাটে একটি চেকপোষ্ট চালু ছিল। যদি উল্লেখিত স’ানে স’লবন্দর বা কাষ্টম করিডোর চালু করা যায় তাহলে ধামইরহাট-বালুরঘাট শহরের মধ্যে মাত্র ৬ কিলোমিটার দূরত্ব অতি অল্প সময়ে উভয় দেশের মালামাল আনা নেয়া এবং লোকজনের যাতায়াত ব্যবস্থা সহজতর হতো। এতে করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব আদায় হবে বলে মনে করেন এলাকাবাসী।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …