28 Boishakh 1432 বঙ্গাব্দ রবিবার ১১ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁয় নতুন করদাতা সংগ্রহ ও টি আই এন সনদ প্রদান অনুষ্টান

নওগাঁয় নতুন করদাতা সংগ্রহ ও টি আই এন সনদ প্রদান অনুষ্টান

এনবিএন ডেক্স: নওগাঁর মহাদেবপুরে গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা হলরুমে স্পট কার্যক্রমের মাধ্যমে নতুন করদাতা সংগ্রহ ও টি আই এন সনদ পত্র প্রধান অনুষ্টিত হয়। মহাদেবপুর সার্কেল-৬ সহকারী কমিশনার আনোয়ার সাহাদাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজশাহী কর কমিশনার রোকেয়া খাতুন। বিশেষ অতিথি হিসাবে উপসি’ত ছিলেন রাজশাহী যুগ্ম- কর কমিশনার এসবি এম রশিদুন নবী, বাসস্টান্ড বনিক সমতির সভাপতি মনিরুল হক মনি প্রমূখ। অনুস্‌ঠানে ৭০ করদাতাকে সনদ প্রদান করা হয়।#

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …