22 Boishakh 1432 বঙ্গাব্দ সোমবার ৫ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর মহাদেবপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে দুই মটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর মহাদেবপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে দুই মটরসাইকেল আরোহী নিহত

এনবিএন ডেক্সঃ গত মঙ্গলবার সকালে নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা এবং মহাদেবপুর উপজেলা সদরের মাষ্টার পাড়ার আব্দুল মোতালেব হোসেন জানান, তার ছেলে নাজমুল হাসান (১৬) তার বন্ধু  কলোনী পাড়ার আমির হোসেন কালুর ছেলে শামীম আহমেদকে (২৪) সাথে নিয়ে একটি মটরসাইকেল যোগে (নওগাঁ-হ-১২-৭৫৬৮) নাজমুলের নানার বাড়ী উত্তরগ্রাম থেকে মহাদেবপুর আসার পথে সকাল ৯ টা ৫০ মিনিটের সময় নওগাঁ-মহাদেবপুর সড়কের মোল্লাকুড়ি ও শিবরামপুর মোড়ের মাঝামাঝি স্থানে পৌঁছলে মহাদেবপুর থেকে নওগাঁর দিকে যাওয়া সাফি পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস (বগুড়া-ব-১৫৮২) তাদেরকে সামনা সামনি চাপা দিয়ে পালিয়ে যায়। ফলে ঘটনাস্থলেই নাজমুল ও শামীমের মর্মানি-ক মৃত্যু ঘটে। বাসের চাকায় পিষ্ট হয়ে তাদের দুজনেরই মাথা থেতলে যায়। মহাদেবপুর থানার ওসি মাহমুদুল আলম ঘটনাস’লে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তিনি জানান, দুপুরে নিহত নাজমুলের পিতা বাদী হয়ে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। নিহত শামীম আরটিভির নওগাঁ প্রতিনিধি এম,আর,রকির ভাগ্নে রাজশাহী কলেজে দ্বিতীয় বর্ষের এবং নাজমুল মহাদেবপুর সর্ব মঙ্গলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘাতক বাস, তার ড্রাইভার, হেলপারকে আটক করতে সক্ষম হয়নি। হতভাগ্য দুই মেধাবী ছাত্রের লাশ এক নজর দেখার জন্য শত শত মানুষ থানায় ভীড় জমান। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …