28 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানায় পুলিশের আটককৃত গাড়ীতে বিষাক্ত সাপের বসবাস

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানায় পুলিশের আটককৃত গাড়ীতে বিষাক্ত সাপের বসবাস

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানা পুলিশের আটককৃত গাড়ী গুলোতে এখন বিষাক্ত সাপের বসবাস। এতে পুলিশের মধ্যে ব্যাপক অতংকের সৃষ্টি হয়েছে। গাড়ীতে সাপের বসবাস এই মর্মে পুলিশ আদালতে অবহিত করেছে। পুলিশ জানায়, বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় গোল চত্তর এলাকা সহ সংযোগ সড়কের বিভিন্ন স্থানে বিলাসবহুল প্রায়ভেটকার, মাইক্রোবাস, ট্রাক ও মটরসাইকেল সহ বিভিন্ন ধরণের অর্ধশতাধিক গাড়ী আটক করা হয় প্রায় আড়াই বছর আগে। এসব গাড়ী উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে রাজধানী ঢাকা যাওয়ার পথে ফেন্সিডিল, হেরোইন ও বিভিন্ন মাদক দ্রব্য সহ পুলিশ আটক করে। প্রায় ৩ কোটি টাকা মূল্যের এসব গাড়ী বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানা চত্তরে বেহাল অবস্থায় পড়ে আছে। ইতিমধ্যেই অধিকাংশ গাড়ীর যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে এবং অনেক গাড়ীর ভিতরে সাপ বসবাস করছে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানা ওসি আবুল কালাম আজাদ জানান আটককৃত গাড়ীতে বিষাক্ত সাপ বসবাস করছে এই মর্মে সংশ্লিষ্ট আদালতে অবহিত করা হয়েছে। মামলা গুলো মিমাংশা না হওয়া পর্যন্ত বিজ্ঞ আদালত আটককৃত গাড়ী গুলো নিলামে বিক্রির নির্দেশ দেয়া সম্ভব হচ্ছে না। প্রায় এক বছর আগে ফেন্সিডিল সহ একজন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হয় এবং সেই সাথে তার প্রাইভেটকারটি আটক করা হয়। গত মাসের প্রথম দিকে প্রথম দিকে বিজ্ঞ আদালতের নির্দেশে থানা থেকে প্রাইভেটকারটি
মালিককে বুঝিয়ে দেয়ার সময় এই বিষাক্ত সাপের সন্ধান পাওয়া যায়। পরবর্তীতে বিশেষ কৌশলে দেখা যায় আটককৃত অনেক গাড়ীতে সাপ বসবাস করছে। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুর, সলংগা, উল্লাপাড়া, বেলকুচি ও সদর থানার পুলিশের আটককৃত প্রায় কোটি টাকার বিভিন্ন ধরনের গাড়ী নষ্ট হয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সুত্র থেকে এই প্রতিবেদককে জানিয়েছেন।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …