22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁয় ৪০তম জাতীয় সমবায় মেলা আজ শেষ

নওগাঁয় ৪০তম জাতীয় সমবায় মেলা আজ শেষ

এনবিএন ডেক্স: সারা দেশের ন্যায় নওগাঁয় গত ১৯ নভেম্বর থেকে ৭দিন ব্যাপী ৪০তম জাতীয় সমবায় মেলা চলছে । আজ শুক্রবার থেকে এ মেলা শেষ হবে। সমবায় বিভাগের আয়োজনে পপুলার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি: (পপুলার এম. সি. এস লি:)সহ বেশ কয়েকটি মাল্টিপারপাস কো-অপারেটিভ লি: এর সহযোগীতায় এ মেলায় ২৬টি ষ্টল স্থান পেয়েছে। শুরুর দিন থেকে এ মেলায় পপুলার এম. সি. এস লিমিডেট ও হাসি এম. সি. এস লিমিটেড এর জমকালো এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। অপর দিকে অন্য দলসহ নওগাঁ শিল্পকলা একাডেমিও ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাত্রা বাড়িয়ে দিয়েছে। শুরু থেকে অধিকাংশ দিনগুলোতে  ওই মেলায় সন্ধ্যায় নওগাঁ সদর ইউএনও শফিকুল ইসলাম এর উপস’াপনায় তার গানসহ ছোটদের নৃত্য, গান দিয়ে বাহারী ঢঙে সাজানো জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানটি চলছে। সকাল থেকে দুপুর পর্যন- ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকগণকে ওই মেলায় আসতে দেখা যায়। পরন- বেলা থেকে সন্ধ্যা পর্যন- সর্বস-রের সাংস্কৃতি প্রেমিদের ভীর লক্ষ্য করা গেছে। মেলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন- পপুলার এম সি এস লিমিটেড, মহিলা সমবায় সমিতি, কসমেটিকের দোকান ও একটি মুখরোচক খাবারের দোকান খোলা থাকে। এবং বৈকাল থেকে রাত ৯টা পর্যন- বাকি ষ্টল গুলো খোলা থাকতে দেখা গেছে। আজ (শুক্রবার) বৈকাল থেকে পপুলার এম. সি. এস লিমিটেড এর সৌজন্যে রাজশাহী চাঁপাইনবাবঞ্জ থেকে আগত গোম্ভরীরা গানের একটি দল গম্ভরীরা গানসহ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …