নওগাঁ (মহাদেবপুর) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে একটি জমিকে কেন্দ্র করে সৃষ্ট গোলযোগ নিস্পত্তি করতে যাওয়া রাজনীতিক, কলেজ শিৰক ও ব্যবসায়ীদেরকে পরিকল্পিতভাবে ভূমিদস্যু আখ্যা দিয়ে অপবাদ ছড়ানোর ঘটনায় স’ানীয় পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। এসব ব্যক্তির মাঝে বিরাজ করছে প্রচন্ড ৰোভ। মিথ্যা অপবাদদাতাদের ব্যাপারে নিন্দা জানান সুশিল সমাজ। খোঁজ নিয়ে জানা গেছে, সদরের কায়স্তপাড়ার মৃত উপেন্দ্রনাথ হোড়ের পুত্র উৎপল কুমার হোড় গত ১২ জুলাই তার সোয়া ৭ শতক জমি মৃত দেবেন্দ্রনাথ সাহার পুত্র কালীপদ সাহাকে কবলা রেজিষ্ট্রি দেন। এ জমি কালীপদ সাহা গত ৩১ অক্টোবর আকবর আলীর পুত্র সেকেন্দার আলী বাবু ও মৃত তমিজ উদ্দিনের পুত্র ইব্রাহীম হোসেনকে বায়না রেজিষ্ট্রি নেন। সেকেন্দার আলী বাবু ও ইব্রাহীম হোসেন জমিটির সীমানা সরেজমিন করতে গত ৪ নভেম্বর ওইস’ানে গেলে উৎপল হোড়ের লোকজন বিনা কারণে গোলযোগের সৃষ্টি করেন। এ গোলযোগ নিস্পত্তির জন্য উপজেলা আওয়মীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান ধলু, যুগ্ম সাধারণ সম্পাদক অজিত কুমার মন্ডল, তথ্য ও গবেষণা সম্পাদক বাবু ঘোষ, সদস্য এমদাদুল হক, খাজুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জাহাঙ্গীরপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক হাফিজুল হক বকুল, ব্যবসায়ী ইব্রাহীম হোসেন ও ঈমান আলীসহ গণ্যমান্য ব্যক্তিরা ওইস’ানে যান। পরবর্তীতে উৎপল হোড় গং এসব ব্যক্তিকে পরিকল্পিতভাবে ভূমিদস্যু আখ্যা দিয়ে অপপ্রচার শুর্ব করেন। ওইসব অপপ্রচারের প্রতিবাদে এসব ব্যক্তি গত ২০ নভেম্বর শনিবার রাতে মহাদেবপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাহবুবুর রহমান ধলু। #
Home / প্রতিবেদন / নওগাঁর মহাদেবপুরে রাজনীতিক কলেজ শিক্ষক ও ব্যবসায়ীদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …