27 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর কোল ঘেঁষে আদমদীঘির বাগবাড়ীতে সর্বাধূনিক প্রযুক্তির ‘‘মৌ এগ্রো এ্যারোমেটিক অটোমেটিক রাইস মিলস লিমিটেড’’ এর উদ্বোধন

নওগাঁর কোল ঘেঁষে আদমদীঘির বাগবাড়ীতে সর্বাধূনিক প্রযুক্তির ‘‘মৌ এগ্রো এ্যারোমেটিক অটোমেটিক রাইস মিলস লিমিটেড’’ এর উদ্বোধন

এনবিএন ডেক্স: নওগাঁর কোল ঘেঁষে বগুড়ার আদমদীঘি উপজেলার বাগবাড়ীতে নব-নির্মিত সর্বাধূনিক প্রযুক্তির অত্যাধূনিক অটোমেটিক রাইস মিল ‘‘মৌ এগ্রো এ্যারোমেটিক অটোমেটিক রাইস মিলস লিমিটেড’’ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে আমন্ত্রিত অতিথিবৃন্দরা আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে ও মোনাজাতের মধ্যে দিয়ে এর উদ্বোধন করেন। বন ও পরিবেশ মন্ত্রনালয় সংক্রান- সংসদীয় স’ায়ী কমিটির সভাপতি মোঃ আব্দুল মোমিন তালুকদার এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস’াপনা পরিচালক একেএম শহিদুল হক, আইসিবির জেনারের ম্যানেজার মোঃ ইফতেখার উজ জামান, বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার মোঃ সিরাজুল ইসলাম, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ডিএমডি মোঃ আব্দুল জলিল, আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মোল্লা, আইসিবির ডিজিএম নাসরিন সুলতানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৌ এগ্রো এ্যারোমেটিক অটোমেটিক রাইস মিলস লিমিটেড ব্যবস’াপনা পরিচালক আলহাজ্ব নুরুল ইসলাম, নওগাঁ জেলা ধান্য-চাউল আড়তদার ও ব্যবসায়ী সমিতির সভাপতি নিরোদ বরণ সাহা চন্দন, সাধারণ সম্পাদক মোঃ আকবর আলী মোল্লা, নওগাঁ জেলা চাউল কল মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার আরম কাজল, ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাহমুদ হসান রাজু, নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নওশের আলী, ঢাকার চাউল ব্যবসায়ী আলহাজ্ব শাহ আলম ও মোঃ ফজলুল হক প্রমুখ। অনুষ্ঠানে নওগাঁর ধান-চাল ব্যবসায়ী, বিভিন্ন ব্যাংক ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি অনুষ্ঠানে উপসি’ত ছিলেন।
মৌ এগ্রো এ্যারোমেটিক অটোমেটিক রাইস মিলস লিমিটেড সুত্রে জানা গেছে, আদমদীঘি উপজেলার বাগবাড়ীতে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে ৯ বিঘা জমির উপর নব-নির্মিত এই এগ্রো ইন্ডাষ্ট্রিজে প্রতি ঘন্টায় ২৪ মেট্রিক টণ ধান ক্র্যাসিং করতে পারে এ ধরনের সর্বাধুনিক মেশিন স’াপন করা হয়েছে। এখানে ক্র্যাসিংকৃত ধান থেকে উন্নত মানের চাল উৎপাদন হবে আর ধানের ব্র্যান্ড থেকে বাই প্রোডাক্ট হিসেবে মুরগী, গরু, হাঁসের খাবার এবং ভোজ্য তেল উৎপাদন করা সম্ভব হবে। এছাড়া এই ইন্ডাষ্ট্রি পুরোপুরি ভাবে চালু হলে শ্রমিকসহ কমপক্ষে কয়েক শতাধিক নারী-পুরুষের কর্মসংস’ানের সৃষ্টি হবে।#

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …