এনবিএন ডেক্স: ”সমবায়ে উদ্যোক্তা সৃষ্টি-যুবদের দূরদৃষ্টি” শীর্ষক শ্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে ও গত শনিবার ৪০ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে পল্ল্লী উন্নয়ন ও সমবায় মেলার আয়োজন করা হয়েছিল। দেশের সর্বস’রের আপামর জনসাধারনের মাঝে সমবায় সম্পর্কে গন সচেতনা সৃষ্টির লক্ষে সরকারী অর্থায়নে সংশ্লিষ্ট কর্তপক্ষের ব্যাবস’াপনায় উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসুচী বাস-বায়নের নির্দেশনা থাকায় এখানেও এ দিন সকালে একটি দায় সারা গোছের র্যালী সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন ও পরিষদ চত্বরে স্থাপিত ১৫ দিন ব্যাপি পল্লী উন্নয়ন ও সমবায় মেলার শুভ উদ্বোধন করেন স্থানীয় উপজেলার ভার প্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব জালাল উদ্দীন । অপর দিকে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত পল্লী উন্নয়ন ও সমবায় মেলাটিই ছিল উপজেলার সর্বস’রের মানুষের নজরে । আশা ছিল হয়তোবা কর্তপক্ষ মেলায় প্রতিদিন দর্শক শ্রোতার সমাগম ঘটাতে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাবস’া করবেন এবং জাক জমক পুর্ন ভাবে মেলাটি পরিচালনা করবেন কিন’ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায় সারা গোছের কর্মকান্ডের কারনে দর্শক শ্রোতাহীন মেলা হিসেবে মাত্র ৩ দিনেই মেলার ষ্টল গুটিয়ে নিয়েছে অংশ গ্রহনকারী সরকারী ও বে-সরকারী প্রতিষ্ঠান। আয়োজক কর্তৃপক্ষের প্রতি তাদের ক্ষোভ মেলায় রাতের বেলা কোন পাহারাদার না থাকায় ষ্টল গুলির মালামাল চুরির সম্ভাবনা দেখা দিয়েছিল । আবার কারো কারো মতে ষ্টল পরিচালনায় প্রতিদিনের খরচ আয়োজক কর্তৃপক্ষ বহন না করায় ষ্টল রাখা সম্ভব নয়। এ বিষয়ে উপজেলা সমবায় অফিসার মোঃ নজরুল ইসলাম এর সাথে কথা হলে তিনি জানান সরকারী নিয়ম অনুযায়ী মেলা ৭-১৫ দিন চলার কথা ষ্টল উঠিয়ে নিলেও দর্শনার্থী ছাড়ায় খালি প্যান্ডেল মেয়াদ পর্যন- থাকবে। উপজেলা নির্বাহী অফিসার বর্তমানে নাই । মেলার জন্য প্রায় ৩৫ হাজার টাকা সরকারী বরাদ্দ রয়েছে এবং টাকাটি একটি বাড়ী একটি খামার প্রকল্পের তহবিল হতে উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা ও সমবায় কর্মকর্তার যৌথ স্বাক্ষরে উত্তোলনের কথা টাকা উত্তোলন না হওয়ায় ওই মেলার ব্যায় ভার বহন করা সম্ভব হচ্ছেনা বলে তিনি অভিমত ব্যাক্ত করেন । উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী অফিসার রশিদুল মান্নাফ কবির প্রশিক্ষন জনিত কারনে ছুটিতে থাকায় মেলার বিষয়ে তার নিকট থেকে কিছু জানা যায়নি। #
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …