22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর ধামইরহাটে আইন শৃঙ্খংলার অবনতি এক সপ্তাহে তিন খুন

নওগাঁর ধামইরহাটে আইন শৃঙ্খংলার অবনতি এক সপ্তাহে তিন খুন

নওগাঁ (ধামইরহাট) প্রতিনিধি: নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার গুনদেসাহার গ্রামে গত ২০শে নভেম্বর রবিবার আহসান আলী নামে ৬ মাসের এক শিশুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহসান গুনদেসাহার গ্রামের সোলাইমান আলীর ছেলে। মাত্র ৬ মাসের এই শিশুকে নির্মম ভাবে হত্যা করায় এলাকার মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দুর্বৃত্তদের উদ্দেশ্য করে ধিক্কার দিয়েছেন অনেকে। পুলিশ জানায়, গত রবিবার দুপুরের দিকে আহসানকে শোবার ঘরে খাটের উপর ঘুমিয়ে রেখে তার মা পিয়ারা খাতুন বাড়ির বাইরে পুকুরে গোসল করতে যায়। গোসল করে ফিরে এসে ঘরের মেঝেতে মৃত অবস্থায় আহসানকে দেখে চিৎকার দেয় পিয়ারা খাতুন। পুলিশ পরে শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের সময় মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকান্ড ঘটানো হতে পারে। অপরদিকে গত ১৭ নভেম্বর ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের গুনদেসহার গ্রামের ভেদু (৫০) ও দেবীপুর গ্রামের শাজাহান আলী (২৫) নামের দুই জনকে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা করে, গন পিটুনিতে মারা গেছে বলে প্রচার চালানো হয়। মাত্র এক সপ্তাহে তিন জনকে হত্যা করায় এলাকায় চরম আতংক বিরাজ করছে। আইন শৃংখলা পরিসি’তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, তাদের নামে আগে চুরির অথবা ডাকাতির মামলা থানায় নেই। তবে ঐ দিন রাতে বাস ডাকাতি সময় তারা গন পিটুনিতে নিহত হলে ধামইরহাট থানায় তাদের নামে ডাকাতির মামলা হয়েছে।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …