এনবিএন ডেক্স: নওগাঁর মহাদেবপুর উপজেলার ১০ টি ইউনিয়নের চেয়ারম্যান বলেছেন, বোরকা না পড়ার কারণে উত্তরগ্রাম ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা উম্মে মাহবুবাকে কাজ থেকে বাদ দেবার খবর সত্য নয়। বরং মাহবুবা ঐ কেন্দ্রের সরকারী মালামাল চুরি করে নিজ বাড়ীতে নিয়ে গিয়ে হারিয়ে ফেলায় সে আর কাজে আসেনি। সোমবার বিকেলে মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান রিয়াছাত হায়দার টগরের চেম্বারে উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি’র উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতি’র সভাপতি চেরাগপুর ইউপি’ চেয়ারম্যান সেলিম উদ্দিন তরফদার লিখিত বক্তব্যে কথাগুলো বলেন। উপজেলা চেয়ারম্যান ও উপজেলার অন্যান্য ইউপি’ চেয়ারম্যানগণ এতে উপসি’ত ছিলেন। তিনি বলেন, উম্মে মাহবুবা সেবা কেন্দ্রের ডিজিট্যাল ক্যামেরা, মডেম ও ফটোষ্ট্যাট মেশিনের হার্ড ডিস্ক চুরি করে নিয়ে যায়। এব্যাপারে চেয়ারম্যান শাহ্ আলম ফয়সাল উপজেলা নির্বাহী অফিসারকে লিখিতভাবে জানান। পরে মন্ত্রণালয়ের নির্দেশে এলাকার এমপি’ সেবা কেন্দ্রের জন্য দুইজনের নাম সুপারিশ করলে তাদেরকে নিয়োগ দেয়ার জন্য প্রস-াব পাঠানো হয়। তিনি বলেন, চেয়ারম্যান ফয়সালের প্রতিবেসী সাংবাদিক এস,এম,আজাদ হোসেন মুরাদ, আজাদুরল ইসলাম আজাদ ও আব্দুর রশিদ তারেক তার প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীর পক্ষ নিয়ে তার বিরেুদ্ধে বোরকা না পড়ার কল্পিত কাহিনী জুড়ে দিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করেছে। গতকাল রবিবার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় ঐ তিন সাংবাদিকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ ও নিন্দা ও জানিয়ে রেজুলেশন করা হয়েছে। এলাকার এমপি’ আলহাজ্ব ডক্টর আকরাম হোসেন চৌধুরী এতে প্রধান অতিথি হিসাবে উপসি’ত ছিলেন। এর আগে একই বিষয়ে উত্তরগ্রাম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পরিষদের নির্বাচিত ১২ জন মেম্বারও এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। মেম্বার মাহফুজুল হক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে অভিযোগ করেন যে, সেবা কেন্দ্রের সরকারী যন্ত্রপাতি ব্যবহার করে মাহবুবা শুধুমাত্র তার পারিশ্রমিকের হকদার হলেও সে দুঃস’্য ও অসহায়দের কার্ড করার জন্য ছবি তোলা, আইডি কার্ড ফটোকপি করা এবং বিভিন্ন মাষ্টার রোল তৈরী ও ফটোষ্ট্যাট করার জন্য বাজার দরের দ্বিগুন টাকা আদায় করতো। এব্যাপারে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আকতারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এব্যাপারে রেজুলেশন নেয়া হয়েছে। এদিকে জেলা প্রশাসকের নিকট বোরকা না পড়ার কারণে সেবা কেন্দ্রের দায়িত্ব থেকে বাদ দেবার অভিযোগ করে উম্মে মাহবুবার দেয়া আবেদনের কপি সোমবারও মহাদেবপুর ইউএনও’র কাছে পৌঁছেনি। তবে তিনি জানান, জেলা প্রশাসকের মৌখিক নির্দেশে তিনি প্রাথমিক তদন- করে এর কোন সত্যতা পাননি। সরেজমিনে ঘটনাস’ল উত্তরগ্রামে গিয়ে বিভিন্ন জনের সাথে কথা বলে বোরকা না পড়ার বিষয়টির সত্যতা পাওয়া যায়নি। বেশীরভাগ মানুষ বলেছেন মাহবুবা নিয়মিত বোরকা পড়েই চলাফেরা করতো। ইউনিয়ন পরিষদ সংলগ্ন উত্তরগ্রাম বাজার বণিক সমিতি’র সভাপতি রমজান আলী, সাইফুল ইসলাম, মোসলেম আলী প্রমুখ জানান, মেয়েটি খুবই পর্দার সাথে চলাফেরা করতো। ঘটনার মধ্যমনি মাহবুবার বাড়ীতে গেলে সে সরকারী মালামালগুলো বাড়ীতে এনে রাখার ও তা হারিয়ে যাবার কথা স্বীকার করে জানায়, এব্যাপারে থানায় জিডিই করা হয়েছে। #
Home / প্রতিবেদন / বোরকা না পড়ার কারণে কাজ থেকে বাদ নওগাঁর মহাদেবপুর ইউপি’ চেয়ারম্যানরা সংবাদ সম্মেলনে বললেন, মাহবুবা সরকারী সম্পদ আত্মসাত করেছে
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …