22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁয় হরিজনদের ক্ষমতায়নে আরকোর পরামর্শ সভা অনুষ্ঠিত

নওগাঁয় হরিজনদের ক্ষমতায়নে আরকোর পরামর্শ সভা অনুষ্ঠিত

এনবিএন ডেক্সঃ বেসরকারী সংস্থা আরকোর উদ্যোগে নওগাঁয় হরিজনদের ক্ষমতায়নে তাদের জীবন মান উন্নয়ন সম্পর্কিত এক অধি-পরামর্শ সভা শনিবার বেলা ১১টায় নওগাঁ পৌরসভা মিলনায়তনে আরকোর নির্বাহী পরিচালক সজল কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নওগাঁ পৌরসভার মেয়র মোঃ নজমুল হক সনি এতে প্রধান অতিথি হিসাবে উপসি’ত ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান আব্দুল ওয়াহাব,  ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শফিকুল ইসলাম, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর একেএম নাজমুল হক মন্টু, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ফারুকুজ্জামান ফারুক, আরকো’র কো-অর্ডিনেটর শফিকুল ইসলাম শফিক এবং হরিজন প্রতিনিধি স্বভাব চন্দ্র হাড়ি, ভানু ভাষ্কর প্রমুখ। #

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …