এনবিএন ডেক্সঃ নওগাঁর মহাদেবপুরে সরকারী গাছ কেটে তার গুল পুঁতে চলাচলের সড়ক অবৈধভাবে বন্ধ করে দিয়েছেন এক ইউপি চেয়ারম্যান। একজন চেয়ারম্যান কর্তৃক ব্যস্ততম একটি সড়কের মাঝে এভাবে গুল পুঁতে চলাচল বন্ধ করে দেয়ার ঘটনায় লোকজন বিস্মিত হয়ে পড়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের শিবগঞ্জ বাজার সংলগ্ন মহাদেবপুর-পাঠাকাটা সড়কে। সড়কটিতে গাছের গুল পুঁতে দেয়ায় সকল প্রকার যানবাহন ও মানুষ চলাচল বন্ধ রয়েছে। এ সড়কের পার্শ্ববর্তী বাসিন্দা ছমির উদ্দিন, সফুরা বিবি, আব্দুল হামিদ ও প্রমথনাথ সরকার জানান, ইউপি চেয়ারম্যান শেখ শাহ আলম ফয়সালের হুকুমে তার লোকজন গত ১৮ নভেম্বর শুক্রবার সকালে বন বিভাগের গাছ কেটে হঠাৎ করে ওই সড়কের মাঝখানে ৩টি গুল পুঁতে দেয়। সড়কটি দিয়ে মাটি ভর্তি ট্রাকটর চলাচল বন্ধ করতে চেয়ারম্যান তার লোকজন দিয়ে সড়কটি বন্ধ করে দেয়। গতকাল ২০ নভেম্বর রোববার ওই এলাকা সরেজমিনে দেখা যায়, সড়কটির মাঝে গাছের গুল পুঁতে রাখায় ভোগান্তিতে পড়েছেন চলাচলকারীরা। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান শেখ শাহ আলম ফয়সাল জানান, মাটিবহনকারী ট্রাকটর চলাচল বন্ধ করতে সড়কটির মাঝে গাছের গুল পুঁতে দেয়া হয়েছে। #
Home / প্রতিবেদন / নওগাঁর মহাদেবপুরে সড়কের মাঝে গাছে গুল পুঁতে চলাচল বন্ধ করে দিয়েছেন ইউপি চেয়ারম্যান
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …