22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর সাপাহারের হোটেল সেঞ্চুরীতে অসমাজিক কাজে লিপ্ত থাকায় দু-জন গ্রেফতার

নওগাঁর সাপাহারের হোটেল সেঞ্চুরীতে অসমাজিক কাজে লিপ্ত থাকায় দু-জন গ্রেফতার

এনবিএন ডেক্স: নওগাঁর সাপাহার থানা পুলিশ গত কাল বৃহস্পতিবার ভোর বেলা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের জিরো পয়েন্টে অবসি’ত আবাসিক হোটেল সেঞ্চুরী হতে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে দু-যুবক /যুবতীকে গ্রেপ্তার করেছে। থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাছউদ চৌধুরী জানান, পোরশা উপজেলার দক্ষিন লক্ষিপুর গ্রামের আব্দুল হাই মাষ্টারের পুত্র মোঃ সেলিম (২৬) ও একই উপজেলার মুল্লুক ডাঙ্গা গ্রামের আব্দুল হাকিম মাষ্টারের বিবাহিত কন্যা মোসাঃ হাসিনা বেগম (২০) ওরফে (হাসি) পুরানো প্রেমের টানে পালিয়ে সাপাহারে এসে গতরাতে নিজেদের স্বামী -স্ত্রী পরিচয় দিয়ে আবাসিক হোটেল সেঞ্চুরীর একটি কক্ষ ভাড়া নিয়ে রাত্রী যাপন কালে ভোর বেলা পুলিশ সংবাদ পেয়ে তাদের আটক করে থানায় নিয়ে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে দুপুরে নওগাঁ কোর্টে প্রেরন করেছে ।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …