এনবিএন ডেক্স: নওগাঁ ব্র্যাক ব্যাংকের কাষ্টমার রিলেশন অফিসার ইমরান হোসেন হত্যা মামলার প্রধান আসামী জেএমবি’র তালিকাভূক্ত সদস্য মোঃ আব্দুর রাজ্জাক ওরফে রাজুকে (৩০) র্যাব মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার মিরপুর-১০ নম্বর এলাকা থেকে আটক করেছে। হত্যাকান্ডের পর সে ঢাকায় গিয়ে ছদ্মবেশে রিক্সা চালাতো বলে র্যাব-৫ রাজশাহীর বিনোদপুর ক্যাম্পের প্রেসরিলিস সূত্র জানায়। বুধবার দুুপুরে তাকে নওগাঁ সদর মডেল থানা পুলিশের নিকট হস-ান-র করা হয়েছে। এ নিয়ে এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে র্যাব চার জনকে গ্রেফতার করলো। এর আগে র্যাব গত ২৯ সেপ্টেম্বর আব্দুর রহমান ও জিল্লুর রহমান এবং ২ নভেম্বর দুখু সরদার নামে তিন জনকে আটক করে।
গত ২৩ সেপ্টেম্বর সকাল ৯ টার দিকে নওগাঁ ব্র্যাক ব্যাংকের কাষ্টমার রিলেশন অফিসার ইমরান হোসেন নওগাঁ শহরের ‘জয় ছাত্রাবাস’ এ অবস’ান করার সময় মোবাইল ফোনে একটি কল পেয়ে ছাত্রাবাস হতে বের হয়ে যায়। ২৫ সেপ্টেম্বর সকালে নওগাঁ সদর উপজেলার নতুন জেল খানার পশ্চিমে অবসিহত ডোবার মধ্যে কাপড়ে মোড়ানো অবসহায় ইমরানের লাশ পাওয়া যায়। এ হত্যাকান্ডের ঘটনার পর নিহত ইমরানের পরিবারের পক্ষ থেকে র্যাব-৫ এর নিকট দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে র্যাবের একটি অপারেশন টিম আসামীদের গ্রেফতার করতে মাঠে নামে।
র্যাবের প্রেসরিলিজে জানানো হয়েছে, মঙ্গলবার গ্রেফতার হওয়া রাজু নাটোরের সিংড়া উপজেলার ছাত্তার দীঘি গ্রামের মোকছেদ আলীর ছেলে। সে ২০০৪ সালে জেএমবি’র প্রধান শায়খ আব্দুর রহমানের জামাতা মোঃ আব্দুল আওয়ালের একান- সহযোগী হিসেবে এলাকায় হত্যা, বিভিন্ন ধরনের ছিনতাই, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিল। আব্দুল আওয়ালের ফাঁসির পর রাজু এলাকায় গিয়ে সন্ত্রাসী কর্মকান্ড, ছিনতাই এবং চাঁদাবাজি শুরু করে। এ ব্যাপারে তার বিরুদ্ধে নাটোর জেলার বিভিন্ন থানায় হত্যা, একাধিক ছিনতাই, চাঁদাবাজির মামলা রয়েছে। সেগুলো এখন আদালতে বিচারাধীন। আইনের বিভিন্ন ফাঁকে সে জেল থেকে বেরিয়ে এসে এ সকল অপরাধ কর্মকান্ড করে আসছিল। গ্রেফতার হওয়া অন্যদের মধ্যে আব্দুর রহমানের (৪৩) বাড়ী বগুড়ার দুপচাচিয়া উপজেলায়, মোঃ দুখু সরদারের (২২) বাড়ী নাটোরের সিংড়া উপজেলায় এবং মোঃ জিল্লুর রহমানের (৪২) বাড়ী নাটোরের নলডাঙ্গা উপজেলায়।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …