21 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর মান্দা ফেরিঘাটের টোল আদায় নিয়ে জনগণ ফুঁসছে

নওগাঁর মান্দা ফেরিঘাটের টোল আদায় নিয়ে জনগণ ফুঁসছে

এনবিএন ডেক্স: নওগাঁর মান্দা ফেরিঘাটের টোল আদায় নিয়ে মোটরযান শ্রমিকসহ নানা পেশার মানুষ ফুঁসে উঠেছে। জানা গেছে দীর্ঘ প্রায় ১৮ বছর যাবত মান্দা ফেরিঘাট সেতুতে টোল আদায় করা হচ্ছে। এর করাল গ্রাস থেকে স’ানীয় মোটর সাইকেল আরোহীরাও রেহাই পাচ্ছে না। স’ানীয় মোটরসাইকেল আরোহীরা প্রয়োজনে ওই সেতুর উপর দিয়ে দিনে যতবার যাতায়াত করে ততবার তাদেরকে টোল আদায় ঘরে টাকা গুনতে হয়। বিগত সময়ে বিএনপির ডাকা রোড মার্চের মধ্যে সরকারি বেসরকারি অনেক গাড়ি থেকেও টোল আদায় করা হয়েছে বলে সুত্র জানায়। রাস-ার এ পার ওপার দিয়ে মোটা রশি টাঙ্গিয়ে ওই টোল আদায় করা হয়। এতে করে অনেক সময় পথচারীরা বিরক্তিও হয় এবং মাঝে মধ্যেই সেখানে ছোট খাট দুর্ঘটনা ঘটে থাকে। বর্তমানে ওই টোল আদায় নিয়ে বাংলাদেশ কমিউনিষ্ট পাটি (সিপিবি) মান্দা উপজেলা শাখা বিভিন্ন সময় মানব বন্ধনসহ নানা কর্মসূচী পালন করলেও কোন ব্যবস’া নেওয়া হয়নি। ১৮ বছর টোল দিয়েছি-আর না, ঢাকা-নওগাঁ সড়কে বঙ্গকন্ধু সেতু ছাড়া অন্য কোন সেতুর টোল নাই, মান্দা ফেরিঘাট সেতুতে প্রথম থেকেই টোল তোলা হচ্ছে, সেতু ইজারা দেয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে ইত্যাদি শ্লোগানে মান্দা ফেরিঘাট সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে সিপিবি মান্দা উপজেলা শাখা আবারও আজ বুধার উপজেলার কয়াপাড়া কামারকুড়ি সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বৈকাল আড়াইটায় এক বিশাল জনসভার ডাক দিয়েছে। এ নিয়ে দীর্ঘ কয়েক দিন ধরে সিপিবি’র পক্ষ থেকে পোষ্টারিং, হ্যান্ডবিল বিতরণসহ গলা ফাটিয়ে মাইকিং করা হচ্ছে এবং মোটরযান বিভিন্ন শ্রমিক ইউনিয়নসহ নানা পেশার মানুষকে মান্দা সেতুর টোল আদায় বন্ধের দাবিতে ওই সমাবেশের আহ্বান করা হচ্ছে।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …