এনবিএন ডেক্স: – নওগাঁর ধামইরহাটে স্ত্রী কর্তৃক ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। জানা গেছে, ধামইরহাট উপজেলার শল্পী বাজারের রূপনারায়নপুর গ্রামের মোঃ রেজাউল করিমের ছেলে মোঃ গোলাম রাব্বানী ৮ বছর পূর্বে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার শহিদুল ইসলামের মেয়ে তাছলিমা আক্তার তুলির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকে তার স্ত্রী বদ মেজাজী বলে স্বামী গোলাম রব্বানী জানান। ঘটনার দিন ১৪ নভেম্বর সকাল ১০ টায় তুচ্ছ কথাকে কেন্দ্র করে তুলি ঘরের সকল আসবাবপত্রে আগুন ধরে দেয়। এতে তার স্বামী গোলাম রব্বানী বাধা দিতে গেলে তার অন্ডকোষ চেপে ধরে এবং পার্শবতী প্রতিবেশী বাবুল বাধা নিষেধ করতে গেলে হাতে কামড় দিয়ে হাসুয়া দ্বারা কোপ মারতে উদ্যত হয়। এক পর্যায়ে বদমেজাজী স্ত্রী তুলি ঘরের টিভি, আলমিরা, শোকেস, একটি টিউবওয়েল, ড্রেসিং টেবিল, কাপড়-চোপড়সহ যাবতীয় থালা-বাসন ভেঙ্গে প্রায় লক্ষাধিক টাকার ড়্গতি করে। এ ব্যাপারে স্বামী গোলাম রব্বানীকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান, প্রতিবেশী শহীদুল ইসলাম ধানের বীজতলা তৈরীর জন্য কিছু জমি দিতে চাইলে তার বদমেজাজী স্ত্রী রেগে ওঠেন এ সময় তুলির শাশুড়ী তাকে থামতে বললে শাশুড়ী আমিনাকে গবরের ডালীতে মুখ চেপে ধরলে গন্ডগোলের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে গোলাম রব্বানীর স্ত্রী তুলি ঘরের সকল কাপড়-চোপড়, লেপ কাথা-বালিশ আগুন সর্বশ্ব পুড়িয়ে ২ ছেলে সনত্মানকে ফেলে বাপের বাড়ী চম্পট দেয়। এব্যাপারে তুলির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করাহলে তিনি, আগুনে পুড়ে ফেলার কথা স্বীকার করে বলেন, “আমার স্বামীর বাড়ীর আসবাসপত্র আমি পুড়ে দিয়েছি এতে কারও কিছু করার থাকলে করম্নক।” ইউপি চেয়ারম্যান দেওয়ান ওয়াজেদ আলী কবির ও মহিলা মেম্বার কাজল রেখা জানান, গোলাম রব্বানীর স্ত্রী তুলি একজন বদ মেজাজী ও দাঙ্গাবাজ মহিলা। এ রিপোর্ট লেখা পর্যনত্ম ধামইরহাট থানায় মামলা প্রস’তি চলছিল।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …