22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর ধামইরহাটে প্রধান শিক্ষক কর্র্তৃক উপবৃত্তির টাকা আত্নসাৎ

নওগাঁর ধামইরহাটে প্রধান শিক্ষক কর্র্তৃক উপবৃত্তির টাকা আত্নসাৎ

এনবিএন ডেক্স: নওগাঁর ধামইরহাটে চৌঘাট মাহীসনেত্মাষ রেজিঃ বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান কর্তৃক শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্নসাতের অভিযোগ পাওয়া গেছে। শিড়্গার্থীদের  প্রতি ৩ মাস পর পর ৩ শত টাকা উপবৃত্তির স’লে ৭০ টাকা করে আত্নসাৎ পূর্বক ২৩০ টাকা শিড়্গার্থীদের দেয়া একটি নিয়মিত ঘটনা। ২৩০ টাকা করে পাওয়া ছাত্রদের মধ্যে ৫ম শ্রেণীর ছোলেমান, আবকর, শিটন পাহান,৩য় শ্রেণীর আছিয়া, রাশেদা, তারাবানু, ২য় শ্রেণীর সুবত, হালিম, মনির, জালালসহ আরও অনেক ছাত্র-ছাত্রী। ২য় শ্রেণীর ছাত্র অরুনকে প্রশ্ন করাকালে সে জানায়, যে হেড সারের নিকট পুরোটাকা চাইলে লাঠি দিয়ে মারপিট করে, একই শ্রেণীর সুবত জানায় ৭০ টাকা কম দেয়ার বিষয়ে জানতে চাইলে হেড স্যার আমাকে পড়তে যেতে নিষেধ করে। অভিভাবক আব্দুল মজিদের ছেলে মানিক, জিতেনের ছেলে রনজিৎ ও নেপাল পাহানের মেয়ে সজলী নিয়মিত বিদ্যালয়ে অধ্যয়ন করলেও তাদের কোন টাকা দেয়া হয় না। অভিভাবক নুর ইসলাম অভিযোগ করে বলেন, বিদ্যালয়ে শিক্ষক ঘাটতি থাকলেও প্রধান শিড়্গক নিয়মিত বিদ্যালয়ে উপসি’ত থাকেন না। অভিভাবক বাছাতন বিবি বলেন টাকা কম দেওয়ার ব্যাপারে রাঙ্গামাটি কৃষি ব্যাংকের অফিসার অনিল কুমার তাদের ধমক দিয়ে বলেন, “ যা দিচ্ছি তাই নেন বেশী কথা বললে পুলিশে ধরিয়ে দেয়া হবে। সহকারী শিড়্গক মাহমুদ হাসান হুমকী দিয়ে প্রতিনিধিকে বলেন “দূর্নীতি বা যাই করি এসব নিউজ করবেন না, নিউজ করলে ইউ এনও সহ বিভিন্ন কর্মকর্তাতে অভিযোগ দিব।” উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ মিজানুর রহমান সরকারকে মাহমুদ হাসানের হুমকীর বিষয় অবহিত করলে তিনি সত্মম্বিত হন। উপজেলা শিক্ষা অফিসার জাহানআরা বেগমকে উক্ত বিদ্যালয়ের উপবৃত্তির টাকা শিক্ষার্থীদের কম দেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, কোন ক্রমেই শিক্ষার্থীদের টাকা কম দেয়া যাবে না এবং কোন টাকা কেটে রাখা যাবে না।” শিক্ষার্থীদের অসহায় অভিভাবকগন তাদের সনত্মানদের সুশিক্ষার সুষ্ঠ ব্যবস’া, আত্নসাৎকারী দূর্নীতিবাজ শিক্ষকদের সুবিচার ও শাসিত্ম দাবী করেন।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …