21 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁয় অনশনরত গৃহবধূকে মারপিটে আহত, হাসপাতালে ভর্তি

নওগাঁয় অনশনরত গৃহবধূকে মারপিটে আহত, হাসপাতালে ভর্তি

এনবিএন ডেক্সঃ নওগাঁর মান্দায় স্বামীর বাড়ির দরজায় অনশনরত গৃহবধূ রূপালি বিবিকে (২৪) পিটিয়ে জখম করা হয়েছে। অনশনের দ্বিতীয় দিন রোববার সকাল ৮টার দিকে শ্বশুর পরিবারের লোকজন তার ওপর অমানুষিক নির্যাতন চালায়। এতে অতিরিক্ত রক্তক্ষরনে তার গর্ভপাত ঘটে। এলাকাবাসি আহত গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস’্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
জানা গেছে, গৃহবধূ রূপালি বিবি স্বামী আজিজার রহমান তোতার সংসারে ফিরে যেতে শনিবার থেকে বাড়ির দরজায় অনশন শুরু করে। রোববার সকালে শ্বশুর জান মোহাম্মদের হুকুমে শ্বাশুড়ি সাজেদা বিবি, স্বামীর ফুফু জোসনা বিবি, স্বামীর ভাবি ফিরোজা বিবিসহ অন্যান্যরা অনশনরত গৃহবধূকে মারপিট করে। তাদের এলাপাতাড়ি মারপিটে গৃহবধূ রূপালি বিবি তলপেটে আঘাতপ্রাপ্ত হন। এসময় অতিরিক্ত রক্তক্ষরনে রূপালি বিবি অসুস’্য হয়ে পড়ে। স’ানীয় সংরক্ষিত আসনের নারী সদস্য জিন্নাতুন নেসাসহ এলাকাবাসি আহত রূপালিকে উদ্ধার করে উপজেলা স্বাস’্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ রূপালি বিবি দাবি করে, অতিরিক্ত রক্তক্ষরনে তার গর্ভপাত ঘটেছে। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাফায়েত হোসেন জানান, তলপেটে আঘাতের কারণে গৃহবধূর রক্তক্ষরণ হয়েছে। তবে গর্ভপাত ঘটেছে কি-না পরীক্ষা নিরিক্ষা ছাড়া তা নিশ্চিত বলা যাবে না।
প্রসঙ্গত: উপজেলার মেরুল্যা গ্রামের শাহজাহান আলী মোল্যার মেয়ে রূপালি বিবি দোসতী গ্রামের ডাঃ জান মোহাম্মদের ছেলে স্বামী আজিজার রহমান তোতার বাড়িতে ফিরে যেতে শনিবার সকাল থেকে স্বামীর বাড়ির দরজায় অনশন শুরু করে। গৃহবধূ রূপালি এর আগে স’ানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে মামলা করলেও স্বামী তোতা সেখানে হাজির না হওয়ায় সে অনশন করার সিদ্ধানত নেয়

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …