24 Magh 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর মহাদেবপুরে প্রতিপক্ষের হাসুয়ার আঘাতে কৃষি শ্রমিক জখম

নওগাঁর মহাদেবপুরে প্রতিপক্ষের হাসুয়ার আঘাতে কৃষি শ্রমিক জখম

এনবিএন ডেক্স : গত শনিবার সকালে নওগাঁর মহাদেবপুরে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের ধান কাটা হাসুয়ার কোপে এক কৃষি শ্রমিক মারাত্মক জখম হয়েছে। তাকে উপজেলা স্বাস’্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। উপজেলার এনায়েতপুর ইউনিয়নের মেম্বার আতিকুর রহমান জানান, সকাল ৮ টার দিকে বিলছাড়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে কৃষি শ্রমিক নুর ইসলাম (৩৫) ক্ষেতে কাজ করতে যাবার সময় পথে পৈতা গ্রামের চরিম উদ্দিনের ছেলে রেজাউল ইসলাম জোতদার বাবুর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাবু নুর ইসলামকে তার হাতে থাকা ধান কাটা হাসুয়া দিয়ে এলোপাথারী আঘাত করে। এতে নুর ইসলামের বাম হাত ও বাম পায়ে মারাত্মক জখম হয়। তাকে বাঁচাতে তার ভাগ্নি জামাই জুয়েল রানা (৩০) এগিয়ে এলে বাবু তাকেও বেদম মারপিট করে। তাদেরকে উপজেলা স্বাস’্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে নুর ইসলামের হাতে ও পায়ে ১২ টি সেলাই দেয়া হয় এবং জুয়েলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস’তি চলছে বলেও তিনি জানান। এব্যাপারে অভিযুক্ত বাবুর সাথে যোগাযোগ করা হলে তিনি এব্যাপারে কিছু না বলে চেয়ারম্যানের সাথে কথা বলার পরামর্শ দেন। শনিবার দুপুরে মোবাইল ফোনে এব্যপারে এনায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা মোস-ফা কামাল রতনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কাগজগুলো সত্য কথা লেখেনা জন্য তিনি কাগজের সাথে কথা বলেন না। সত্য কথা লেখার আশ্বাস দিলে তিনি জানান, আহত নুর ইসলাম ও জুয়েল দীর্ঘদিন ধরে এলাকায় চোলাই মদ তৈরী ও বিক্রি করে আসছে। এসব কথা বলতে গেলে তারা বাবুকে বেদম মারপিট করে। এব্যাপারে থানায় মামলা দায়েরেরও প্রস’তি চলছে বলে তিনি জানান। তবে বাবু কোন চিকিৎসা নেয়নি বলেও তিনি জানান। মদ তৈরীর ব্যাপারে তিনি ইতিপূর্বে কেন ব্যবস’া নেননি সে বিষয়ে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। সন্ধ্যায় এব্যাপারে মহাদেবপুর থানার ওসি মাহমুদুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এব্যাপারে কোন পক্ষই থানায় মামলা দায়ের করতে আসেনি। #

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …