এনবিএন ডেক্স- নওগাঁর ধামইরহাট সন্ত্রাসীর আঘাতে ১ যুবক জখম হয়েছে। জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে গত ১১ নভেম্বর বেলা অনুমান ১১ টার দিকে উপজেলার পূর্ব চকশরীফ গ্রামের বেলাল হোসেনের ছেলে নুরুজ্জামান (২৩) এর নিজ বাড়ীর সামনে খলিয়ানে মৃত নুরম্নল ইসলামের ছেলে আকবর আলী (৪৫) অন্যায়ভাবে পেশী শক্তির জোরে গর্ত খুড়তে থাকাকালে খলিয়ানের মালিক নুরম্নজ্জামান দেখতে পেয়ে বাধা দেয়। এতে আকবর আলী (৪৫) হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী কায়দায় কোদাল দিয়ে পিঠে কোপ মারে। তৎক্ষনাত নুরুজ্জামান গুরুত্বর জখম হয়ে ঘটনাস’লে লুটিয়ে পড়লে তার ডাক চিৎকারে স’ানীয় লোকজন জখমী নুরুজ্জামানকে উদ্ধার করে ধামইরহাট হাসপাতালে ভর্তি করে দেয়। এ ব্যাপারে নুরুজ্জামানের পিতা বেলাল হোসেন বাদী হয়ে ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …