27 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর ধামইরহাটে গরুর গোস্তে আল্লাহু লেখা

নওগাঁর ধামইরহাটে গরুর গোস্তে আল্লাহু লেখা

এনবিএন ডেক্স:-  প্রকৃতির খেয়াল কত ভাবেই না মানুষের মাঝে ধরা দেয় বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে। এমনি এক খেয়াল ভেসে উঠেছে  কোরবানীর গোসতে।  ধামইরহাট সদরস’ টিএন্ড টি মোড়ে পারভীন সিনেমা হলের মালিক ডিএম তোজাম্মেল হোসেন (বাবুল) এর মেয়ে  বুলাকী ১০ নভেম্বর সকাল ৮ টার দিকে গোসত্ম রান্না করতে গেলে ১টি গোসেত্মর টুকরা বার বার উপরে ভেসে ওঠে। কৌতুহল বশত গোশতের টুকরাটি তুলে লড়্গ্য করলে তাকে আল্লাহ লেখার প্রতিচ্ছবি দেখতে পান। গৃহকর্তা তোজাম্মেল হোসেন জানান,  তার আত্মীয় সাবেক অধ্যক্ষ মোসত্মাফিজুর রহমান কোরবানীর গরুর গোসত্ম তার বাড়ীতে পাঠায়। বিষয়টি  জানাজানি হলে বিভিন্ন গ্রাম থেকে শত শত নারী-পুরুষ দলবেধে  গোশতের টুকরাটি ১ নজর দেখার জন্য তার বাড়ীতে ভিড় জমায়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …