24 Magh 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁয় যুবতিকে ধর্ষণ ও ধর্ষণের চিত্র মোবাইলে ধারণ

নওগাঁয় যুবতিকে ধর্ষণ ও ধর্ষণের চিত্র মোবাইলে ধারণ

এনবিএন ডেক্স: নওগাঁর রাণীনগনরে এক বখাটে যুবক এক যুবতিকে জোরপূর্বক ধর্ষণ করে মোবাইল ফোনে ওই ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে এলাকায় ছেড়ে দিয়েছে। এঘটনায় থানা পুলিশ অভিযান চালিয়ে ওই বখাটে যুবককে আটক সহ ধারণ করা ভিডিও চিত্র উদ্ধার করেছে।
থানা পুলিশ জানায়,উপজেলার পারইল গ্রামের শ্রী অজিতের ছেলে শ্রী সুরজিত (২৬) একই গ্রামের জনৈক ব্যক্তির কন্যা(১৮) কে গত ১৫ সেপ্টেম্বর দুপুরে কৌশলে ওই যুবতীকে সুরজিতের বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও চিত্র ধারণ করে। এরপর ওই ধারণ করা দৃশ্য বাজারে ছেড়ে দেয়ার হুমকি দেখিয়ে যুবতীকে প্রায় তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে আসছে। এমতবস’ায় ধর্ষক অজিত ওই এলাকার বেশ কিছু যুবকদের মোবাইলে ধারণ করা ধর্ষণের দৃর্শ্যটি ছরিয়ে দিলে এলাকায় ব্যাপক তোলপার শুরু হয়ে যায়। এমতবস’ায় নিরুপাই হয়ে মেয়েটি থানায় অভিযোগ দাখিল করলে থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক সুরজিতকে আটক এবং ধারণ করা ধর্ষণের ভিডিও চিত্র উদ্ধার করে গত রবিবার তাকে জেলহাজতে প্রেরণ করেছে। এঘটনায় ভিকটিম বাদি হয়ে গত রবিবার থানায় একটি মামলা দায়ের করেছেন বলে থানা পুলিশ জানান।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …