24 Magh 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / সিরাজগঞ্জের কাজিপুরে পুলিশ-ডাকাত বন্ধুক যুদ্ধ

সিরাজগঞ্জের কাজিপুরে পুলিশ-ডাকাত বন্ধুক যুদ্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ শুক্রবার রাত ৯টায়  ৫০-৬০জন গার্মেন্টস শ্রমিক যাত্রী বোঝাই নৌকা মেঘাই ঘাট থেকে নাটুয়ার পাড়ার উদ্দেশ্যে রওনা দেয়।  নৌকাটি চরবুরঙ্গী নামক স’ানে এলে পিছন থেকে এক দল ডাকাত  ডাকাতি করার উদ্দেশ্যে ধাওয়া করে।  ডাকাত দলের আগমন টের পেয়ে নদীতে টহলরত পুলিশ এস আই মোস-ফা কামাল ও তার ৪জন সঙ্গীয় ফোর্স  ডাকাতকে উদ্দেশ্য প্রথমে ২রাবুন্ড গুলি করে। ডাকাত দলও পাল্টা গুলি চালায়। এভাবে পুলিশ-ডাকাতদের মাঝে ১৩ রাউন্ড গুলি বিনিমিয় হয়। অবস’া বেগতিক বুঝতে পেরে ডাকাতদল  পিছু হটতে বাধ্য হয়।  এরুপ কড়া নিরাপত্তার মধ্যদিয়ে যাত্রী বোঝাই নৌকা নিরাপত স’ানে পৌঁছতে সক্ষম হয়।  নৌপথে ডাকাতের উপদ্রপ বৃদ্ধির ব্যাপারে  ওসি মতিয়ার রহমান এ পতিনিধিকে জনান,  ডাকাতী যাতে না ঘটে এজন্য নৌপথে টহল জোরদার করা হয়েছে।  এব্যাপারে  কাজিপুর থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …