এনবিএন ডেক্স: নওগাঁয় অত্যাচারী স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করে অসহায় স্ত্রী আসামীদের হুমকির তোপে নিরাপত্তা বিহীন ভাবে জীবন যাপন করছে। মামলা সূত্রে জানা যায় নওগাঁ শহরস’ চকদেব নুনিয়া পারা এলাকার মৃত- রুস-ম আলী মন্ডলের মেয়ে নাজনীন পারভিন শিরিনে (৩৮) এর সঙ্গে নওগাঁ সদর উপজেলার রামরায়পুর গ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে মোজাফ্ফরের সঙ্গে প্রায় ১ যুগ পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুক লোভী স্বামী মোজাফ্ফর প্রায়ই তার স্ত্রী শিরিনকে টাকার জন্য চাপ দিত। সংসারের সুখের জন্য কয়েক দফা মা ও ভাইদের কাছ থেকে টাকা নিয়ে এসে শিরিন তার স্বামীর হাতে তুলে দেয়। কিন’ এতেও ঐ পাষান্ড স্বামী ক্ষান- না হয়ে শিরিনকে শারীরিক ভাবে নির্যাতন আরম্ভ করে। এবং কৌশুলে শিরিনের নামীয় সম্পতি তার নামে লিখে নেয়। এর মাঝে তাদের সংসারে একটি মেয়ে হয় কিন’ এতেও ঐ পাষান্ড স্বামী ক্ষান- না হয়ে শিরিনকে নানা শারীরিক ও মানষিক ভাবে নির্যাতন অব্যহত রাখে। নির্যাতনের জের ধরে একপর্যায়ে মোজাফ্ফর তার স্ত্রী শিরিনকে গত ৩১জুলাই অমানসিক ভাবে নির্যাতন ও মারপিট করে। তার মা ও ভাই সংবাদ পেয়ে শিরিনকে নিয়ে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দেয়। এবিষয়ে নওগাঁ সদর মডেল থানায় শিরিন বাদি হয়ে গত ২৭ অক্টোবর ২০১১ ইং তারিখে ৫জন কে আসামী করে না: শি: নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। বর্তমানে মামলাটি তদন-নাধিন অবস’ায় আছে। মামলা চলা কালীন সময়ে আসামীরা শিরিন ও তার শিশু কন্যা মরিয়ম (১০) কে হত্যা ও অপহরণের হুমকি দিচ্ছে। এবং গত ০৩ নভেম্বর আসামীরা শিরিনের ভাই সোহরাবকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। এবং মামলা না তুললে তাদের বংশ ধ্বংস করে দিবে বলে শাষাগর্জন করেন। এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানায় একটি জিডি হয়েছে। আসামীরা প্রভাবশালী হওযায় শিরিন বিভিন্ন ভাবে হয়রানি হচ্ছে বলে জানা গেছে। আসামীরা শিরিনের নিজস্ব সম্পতি ছাড়াও তার মা ও ভাইয়ের সম্পত্তি জবর দখল করে চাষাবাদ করছে। আসামীদের হুমকির মুখে তারা নিজের জমি রক্ষা করতে পারছেনা বলে এ প্রতিবেদককে জানান। এছাড়া এজাহার ভুক্ত আসামীরা প্রকাশ্য ভাবে ঘুরে বেড়ালেও কোন অজ্ঞাত কারণে পুলিশ গ্রেফতার করছেন না বলে শিরিন এ প্রতিবেদককে জানান। তাছাড়া মামলাটি অন্য খাতে প্রবাহের জন্য আসামীরা জোড় তদবির করছে বলে জানা গেছে। অপর দিকে শিরিন সু-বিচারের আসায় দ্বারে দ্বারে ঘুড়ছে। এবিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ হাসমীর সঙ্গে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং মামলার তদন-কারী কর্মকর্তা পরিবর্তন করে আসামীদের গ্রেফতারের আশ্বাস দেন।
Home / প্রতিবেদন / নওগাঁয় স্বামীর বিরুদ্ধে মামলা করে স্ত্রী আসামীদের হুমকিতে আতঙ্কিত জবর দখল করে স্ত্রীর সম্পত্তি দখল
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …