এনবিএন ডেক্স: নওগাঁর মান্দায় দুই সহোদরের হাত-পা বাঁধা অবস’ায় লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের শ্রীরামপুর ইটভাটা নামকস’ান হতে লাশ দু’টি উদ্ধার করা হয়। নিহতরা হলেন, উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া শহীদ বাজার এলাকার তছির উদ্দিনের পুত্র আলতাফ হোসেন (৫০) ও সহোদর মমতাজ হোসেন (৪০)। এলাকাবাসির সংবাদের ভিত্তিতে পুলিশ লাশ দু’টি উদ্ধার করে ময়না তদনেত্মর জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতদের পরিবারের সদস্যরা জানায়, বুধবার বেলা ১০টার দিকে তিন ভাই আলতাফ, মমতাজ ও আনিছুর রহমান ৪ টি গরু বিক্রির জন্য রাজশাহীর সিটি হাটে ভটভটিযোগে নিয়ে যায়। সন্ধ্যা পর্যনত্ম মোবাইলফোনে তাদের যোগাযোগ করা গেলেও পরে ফোনটি বন্ধ থাকায় তাদের সাথে আর কোন যোগাযোগ করা সম্ভব হয় নি। নিহতের ছোট ভাই আনিছুর রহমান জানান, সিটি হাটে ৪টি গরুর মধ্যে দু’টি গরু ৫৯ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়। বাঁকি দু’টি গরুসহ তারা দুই ভাই রাত ৯টার দিকে ৩০০ টাকা ভাড়া চুক্তিতে একটি ট্রাকে চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তাদের বাড়িতে পাঠিয়ে দিয়ে আনিছুর রহমান রিক্সা চালানোর জন্য রাজশাহীতে থেকে যান। প্রায় দুই ঘন্টা পর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের ফোনটি বন্ধ পাওয়া যায়। মান্দা থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহেল বাকী জানান, টাকা ও গরু দু’টি লুট করে নিতে দুষকৃতিকারীরা এ হত্যাকান্ড ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নওগাঁ জেলা পুলিশ সুপার ওয়াইএম বেলালুর রহমান ও মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার শরীফ উদ্দিন ঘটনাস’ল পরিদর্শন করেন। এ সংবাদ লেখা পর্যনত্ম থানায় মামলা দায়েরের প্রসত্মুতি চলছিল।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …