24 Magh 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর মান্দায় দক্ষিণ মৈনম কিশোর ক্লাবের উদ্যোগে গরীবদের মাঝে সেমাই, চিনি বিতরণ

নওগাঁর মান্দায় দক্ষিণ মৈনম কিশোর ক্লাবের উদ্যোগে গরীবদের মাঝে সেমাই, চিনি বিতরণ

এনবিএন ডেক্স:  নওগাঁর মান্দায় দক্ষিণ মৈনম কিশোর ক্লাবের উদ্যোগে গত শুক্রবার বৈকাল ৩টায় গরীব দুখীদের মাঝে সেমাই চিনি বিতরণ করা হয়েছে। ওই অনুষ্ঠানে ক্লাবের সভাপতি আব্দুল কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৬ নং মৈনম ইউপি’র চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন ডা: এ বি এম হাসান রিপু, মাষ্টার আইবুর রহমান বেলাল ফকির, সাবেক ইউপি সদস্য আ: ছালাম, সাইদুর রহমান। পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে এলাকার প্রায় এক’শ গরীব দুখীদের মাঝে ওই সেমাই চিনি বিতরন করা হয়। প্রধান অতিথি আবুল কালাম আজাদ ক্লাবের সার্বিক উন্নয়ন সহযোগীতা করার অঙ্গিকার করে দুই হাজার টাকা, মাষ্টার বেলাল ফকির ১ হাজার টাকা, ইউপি সদস্য (মহিলা) রওশন আরা আফাজ ১ হাজার টাকা নগদ প্রদান করেন এবং এ বি এম হাসান রিপু ১ মেট্রিকটন চাল/গম দেওয়ার অঙ্গিকার করেন। এ সময় ক্লাবের সাধারণ সম্পাদক শিক্ষক শহিদুল ইসলাম, সহ-সভাপতি সাত্তার সাহানা, সদস্য আফজাল হোসেন, হামিদ, কুদ্দুস, মামুন, হেলাল, মুন্টু, অহির, আ: রশিদ এবং আ: ছালাম, কলেজ শিক্ষক ইছাহাক, রমজান খান, হবিবর রহমান,মোয়াজ্জেম হোসেন, মকলেছুর রহমান প্রমুখ স’ানীয় নেতৃবৃন্দ উপসি’ত ছিল।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …