24 Magh 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / ক্রেতা-বিক্রেতায় সরব নওগাঁর পশুর হাটগুলো

ক্রেতা-বিক্রেতায় সরব নওগাঁর পশুর হাটগুলো

এনবিএন ডেক্স: নওগাঁয় বিভিন্ন হাটে এখন চলছে গরু-ছাগল বেচাকেনার ধুম। জেলায় ছোট বড় অনেক কুরবানির পশুরহাট জমে উঠেছে। ওইসব হাটের মধ্যে সবচেয়ে বড় হাট মাতাজীহাট, মহাদেবপুরহাট, সূতীরহাট, সাতরাহাট।  শেষ মুহূর্তে বাড়ছে ক্রেতাদের ভিড়। বিক্রেতারা গরুর দাম হাঁকালেও ক্রেতারা বেশ দামদর করেই গরু-ছাগল কিনছেন। হাটে এবার পশুর আমদানি বেশি হলেও গরুর চেয়ে ছাগলের দাম অনেক বেশি। ছোট সাইজের একটি ছাগল বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে ৪ হাজার টাকায়। সে তুলনায় গরুর দাম অনেক কম। গতবার যে গরু বিক্রি হয়েছে ৩০ হাজার টাকায়, সেই গরু এবার বিক্রি হচ্ছে ২৫ হাজার টাকার মধ্যে। ভারত থেকে এবার আগেভাগে অনেক গরু এনে আমদানি কারা হলেও বিক্রি তেমন নেই বলে বিক্রেতারা জানান।#

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …