এনবিএন ডেক্স: নওগাঁর মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ মজিবর রহমানের মাতা সাহেলা বিশ্বাস বাধ্যর্ক জনিত রোগে আক্রান- হয়ে ২ নভেম্বরসন্ধ্যা ৬ টায় সদরের বাসষ্ট্যান্ডের নিজ বাসভবনে ইনে-কাল করেন (ইন্না- রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি মৃত্যুকালে স্বামী আফজাল হোসেন বিশ্বাস, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। বৃহঃবার দুপুরে মরহুমার জানাযা শেষে পারিবারিক কবরস’ানে কবর দেওয়া হয়। মরহুমার মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার নামাজে জানাযায় অংশ নেন, স’ানীয় এমপি আলহাজ্ব ড. আকরাম হোসেন চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াছাত হায়দার টগর, ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুদ্দীন আহম্মেদ, সাধারন সম্পাদক আহসান হাবিব ভোদন, যুগ্ম- সম্পাদক গোলাম নূরানী আলাল, সিটি প্রেস ক্লাবের সভাপতি মোঃ আককাস আলী সহ সর্বস-রের নেতাকর্মীরা। তারা মরহুমার র”হের মাগফেরাত কামনা করেন।#
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …