এনবিএন ডেক্সঃ নওগাঁর পোরশায় সন্ত্রাসীর দল বিসমিল্লাহ রাইচ মিলের দু, পাহারাদারকে কুপিয়ে আহত করেছে। ঘটনাটি ঘটেছে সমবার রাত ১টায় উপজেলার সরাইগাছি বিসমিল্লাহ রাইচ মিলে। মিলের মালিক আমিনুল ইসলাম মণ্ডল জানায় প্রতিদিনের মত আমার দু,জন পাহারাদার রাতে মিল পাহারা দেয়। মিল পাহারা দেয়ার সময় হঠাৎ করে ১০-১২জনের একটি সন্ত্রাসী দল মিলে প্রবেশ করে পাহারাদার নূর মোহাম্মদ(৫০) ও নূরননবী(৪৭)কে হাসুয়া দিয়ে এলোপাতাড়ী কোপাতে থাকে এতে তারা মারাত্মক আহত হয় এবং তাদের আত্মচিৎকারে সরাইগাছি বাজারের লোক জন এসে তাদের উদ্ধার করে। সন্ত্রাসীরা মিল থেকে কিছু না নিয়ে পালিয়ে যায়। আহতদের পোরশা স্বাস’্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস’তি চলছিল।#
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …