এনবিএন ডেক্স: নওগাঁর মান্দায় বিসিআইসির এক ডিলারের বিরুদ্ধে সার কালোবাজারে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কৃষকরা সার কালোবাজারে বিক্রির এ অভিযোগটি করেছেন বিসিআইসি সার ডিলার যুগোল চন্দ্রের বিরুদ্ধে। নির্ধারিত ডিলারের কাছে সার না পেয়ে ওই এলাকার কৃষকরা বাইরে থেকে চড়া মূল্যে সার কিনে জমিতে প্রয়োগ করছেন বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের জন্য গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে বরাদ্দকৃত ১ হাজার ২৮০ বসতা সার উত্তোলন করে নিয়োগকৃত বিসিআইসি ডিলার যুগোল চন্দ্র কালোবাজারে বিক্রি করে দিয়েছেন। এতে চলতি রবি মৌসুমে এলাকার কৃষকরা নির্ধারিত ডিলারের মাধ্যমে সার কিনতে পারছেন না। তারা অন্য এলাকা থেকে চড়া দামে সার কিনে জমিতে প্রয়োগ করছেন। অনেকে সার ছাড়াই জমিতে বীজ বপন করছেন। এতে চলতি মৌসুমে রবি ফসলের উৎপাদন ব্যাহত হবার আশঙ্কা দেখা দিয়েছে। এলাকার কৃষকদের অভিযোগ, বিসিআইসি সার ডিলার যুগোল চন্দ্র মন্ডলের উপযোগি সার গুদাম না থাকায় সেখানে কোন সার মজুদ থাকে না। এ কারণে গত দু’মাসের উত্তোলনকৃত সার তিনি গুদামজাত না করে কালোবাজারে বিক্রি করে দিয়েছেন বলে তারা অভিযোগ করেন। ঘটনায় এলাকার কৃষকরা গণস্বাক্ষরিত একটি অভিযোগ জেলা প্রশাসক নওগাঁ, উপপরিচালক কৃষি সমপ্রসারণ অধিদপ্তর নওগাঁ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মান্দাসহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করেন। গত ২৫ অক্টোবর অভিযোগটির তদনত অনুষ্ঠিত হলেও অসাধু সার ডিলারের বিরুদ্ধে কোন ব্যবস’া না হওয়ায় এলাকার কৃষকরা হতাশ হয়ে পড়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রামানিক জানান, ডিলার যুগোল চন্দ্র রিটার্ন দাখিল না করায় আগস্ট ও সেপ্টেম্বর মাসের সার উত্তোলন করা হয়েছে কি-না তা জানা যায় নি। অফিসে রিটার্ন দাখিল হলে সমুদয় সার বুঝে নিয়ে কৃষকদের মাঝে বিতরণ করা হবে। তবে, বিসিআইসি ডিলার যুগোল চন্দ্র গত আগস্ট ও সেপ্টেম্বর মাসের সার উত্তোলন করা হয়েছে বলে জানান। সারগুলো কোথায় রাখা হয়েছে জানতে চাইলে তিনি পাশ কাটিয়ে যান।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …