24 Magh 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর সাপাহারে জনদুর্ভোগ লাঘবে দু- যুবকের মহতী উদ্যোগে একটি সড়ক সংস্কার করছে

নওগাঁর সাপাহারে জনদুর্ভোগ লাঘবে দু- যুবকের মহতী উদ্যোগে একটি সড়ক সংস্কার করছে

এনবিএন ডেক্স: কোন পারিশ্রমিক ছাড়াই দীর্ঘ ৩ বছর ধরে যানবাহন চলাচলের অযোগ্য অতি জনগুরুত্ব পুর্ন জরাজীর্ন ভাঙ্গাচোরা একটি পাকা সড়কের খানাখন্দক ভরাট করে  উপজেলার সকল প্রকার যান বাহন ও জন সাধারনের নিরাপদে রাস-ায় চলাচলের ক্ষেত্রে আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাপাহারের আশরাফুল ইসলাম (২৮) ও রমজান আলী(৩০) নামের অতি সাধারন মেহনতী দুই যুবক । জানা গেছে নওগাঁ জেলার সীমান-বর্তি সাপাহার উপজেলা সদরের জিরো পয়েন্ট হতে খনজন পুর বিজিবি মোড় হয়ে জবাই ব্রীজের  পুর্ব সংযোগস’ল  পর্যন- প্রায় ১০ কিলোমিটার পাকা  সড়ক দীর্ঘ দিনেও সংস্কার না করায় সড়কের দুই ধার সহ মাঝ খানের কার্পেটিং উঠে গিয়ে বিশাল বিশাল গর্তের সৃষ্ঠি হয়। এতে  প্রতিদিন সকল প্রকার  যানবাহন চলা চলে উপজেলা বাসীকে চরম জন দুর্ভোগের মধ্যে পড়তে হয় । সীমান- সংলগ্ন এ উপজেলার ৪ টি ইউনিয়নের হাজার হাজার  জন সাধারনের জরুরী প্রয়োজনে উপজেলা সদর ও জেলা সদরের সাথে যোগাযোগের এক মাত্র ওই সড়কটির বেহাল দশা হতে উত্তোরনে সরকারী ভাবে পদক্ষেপ এ পর্যন- গ্রহন না করায় বাধ্য হয়ে প্রতিদিন জীবনের ঝুকি নিয়ে ওই পথে যানবাহন চলাচল করছে । খোঁজ নিয়ে জানাগেছে  বিগত তিন /চার বছর ধরে  ওই সড়কে বিভিন্ন সময়ে  বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা সংগঠিত হওয়ায় বহু মানুষের প্রান হানী ও গুরুতর আহত হওয়ার মতো ঘটনা অদ্য পর্যন- অব্যাহত ভাবে চলতে আছে ।  এ অবস’ায় এলাকার জন সাধারনের কষ্ট লাঘবে উপজেলার রামরামপুর(খনজনপুর) গ্রামের ভ্যান রিকসা চালক  আশরাফুল ও ইসলাম পুর গ্রামের বাসিন্দা রমজান আলী দীর্ঘ তিন-চার বছর ধরে  প্রতি সপ্তাহে দুই- তিন দিন ওই সড়কের ভাঙ্গা চোরা ও বড় বড় গর্ত গুলিতে  ইটের খোয়া ,মাটি দিয়ে ভরাট করে দিয়ে সহজে যানবাহন চলাচলের যোগ্য করে আসছেন । এ প্রসঙ্গে সেচ্ছা শ্রমিক আশরাফুলের সাথে কথা হলে সে এ প্রতিনিধির নিকট আক্ষেপ করে বলেন যে , এই সড়ক দিয়ে সরকারে বড় বড় আমলা ও এমপি , মন্ত্রিগন প্রায় যাওয়া আসা করে থাকেন কিন’ তাদের চোখে ও গাড়ীর জানালায় কলো গ্লাস লাগানো থাকায়  জন গুরুত্ব পুর্ন এ সড়কের খানা খন্দকের দৃশ্য চোখে দেখতে পায়না। তাই আমরা দুজন এলাকার  মানুষের কষ্টের কথা  চিন-া করে নিজের বিবেকের তাড়নায় কোন পারিশ্রমিক না নিয়ে সংসারের কাজ কর্মের ফাঁকে  প্রতি সপ্তাহে তিন দিন ওই সড়কটির  সংস্কার কাজ চালিয়ে আসছি।  রমজান আলী জানান যে,সড়কের এক প্রান- থেকে কাজ শুরু করে অপর প্রানে- পৌছাতে  আবারও নতুন করে গর্তের সৃষ্ঠি হয়ে যায় তার পরেও তারা স্ব- উদ্যোগে এ মহত কাজ চালিয়ে যাচ্ছেন। যতো দিন সরকারী ভাবে এ সড়ক সংস্কার করা না হবে তত দিন পর্যন- তাদের এ ব্যাক্তিগত ভাবে সড়ক সংস্কার কাজ চলতে থাকবে বলে ও জানান।  তাদের সময় উপযোগী এ মহতী কর্মকান্ড বাস-বায়নের ফলে উপজেলার হাজার হাজার সাধারন মানুষ সাময়িক ভাবে চলাচলে সুফল ভোগ করে আসছেন। ওই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীবাহী বিভিন্ন যান বাহনের চালক ও মালিকগন এবং এলাকার সচেতন গন্যমান্য লোকজন ওই দুজনের  মহতী কর্মকান্ডে উৎসাহ যোগাতে খুশি হয়ে চা মিষ্টি খাওয়ার জন্য সেচ্ছায় তাদের যত সামান্য অর্থ সহযোগীতা করে থাকেন । তবে যাই হউক , আশরাফুল ও রমজানের এ নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে বাস-বায়িত সেবা মুলক এ কর্মকান্ডের জন্য সর্ব স’রের মানুষ তাদের সাধু বাদ জানাবে তাতে কোন সন্দেহ নাই।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …