22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / কালের আর্বতে নওগাঁর হারিয়ে যাচ্ছে গরু-মহিষের গাড়িসহ নানা গ্রামীণ ঐতিহ্য

কালের আর্বতে নওগাঁর হারিয়ে যাচ্ছে গরু-মহিষের গাড়িসহ নানা গ্রামীণ ঐতিহ্য

এনবিএন ডেক্সঃ প্রযুক্তির উন্নয়নের ফলে হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্য গরু-মহিষের গাড়ি। দিনে দিনে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনের ফলে মানুষের জীবনযাত্রর উন্নয়ন ঘটছে। কম সময় আর কম পরিশ্রমে অধিক কাজ প্রযুক্তির কারণে সম্ভব হয়ে উঠেছে। ইঞ্জিন চালিত গাড়ির পাশে টিকে থাকাটা দায় হয়ে পড়েছে গ্রামীণ ঐতিহ্য গরু-মহিষের গাড়ি। এক সময় গরুর গাড়ি ছাড়া গ্রামে বিয়ে হতোনা। কিন’ এসব গাড়ি যে চাকার উপর ভর করে মেঠো পথ চলত তা ছিল কাঠের তৈরি। আর সেই সাথে হারিয়ে যাচ্ছে কাঠের সেই চাকা শিল্প। এরই প্রয়োজনে গড়ে উঠেছিল চাকার তৈরি কারখানা। চাকা তৈরি পেশার সাথে জড়িত এক প্রবীণ মুক্তিযোদ্ধা বীরেন্দ্রনাথ জানান, নাটোরের বাগাতিপাড়ায তমালতলা, দায়ারামপুর, বাটিকামারীতে গড়ে উঠেছিল এসব কারখানা। এতে ৫৩টি পরিবারের প্রায় দুই শতাধিক মানুষ এ পেশায় নিয়োজিত ছিল। ২০-২৫ বছর পূর্বে এ উপজেলার প্রায় প্রতিটি পরিবারেই একটি করে গরু অথবা মহিষের গাড়ি ছিল। এই গাড়ির উপর নির্ভর করে চলত ঐসব পরিবারের সংসার। মালামাল আনা -নেওয়া , গ্রামী বধূদের নায়োর যাওয়া-আসা চলত এসব গাড়িতে। কিন’ এখন বাস, ভটভটি, নছিমন, করিমনসহ ইঞ্জিন চালিত গাড়িতেই এসব কাজ চলে। এ কারণে গরুর গাড়ি হারিয়ে যাচ্ছে তাই কাঠের চাকারও আর তেমন প্রয়োজন হয় না।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …