23 Magh 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁয় প্রস’তি মূলক সভা অনুষ্ঠিত ১৩ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাচ্ছে বাংলাদেশ পোষ্টাল ইডি কর্মচারী ইউনিয়ন

নওগাঁয় প্রস’তি মূলক সভা অনুষ্ঠিত ১৩ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাচ্ছে বাংলাদেশ পোষ্টাল ইডি কর্মচারী ইউনিয়ন

এনবিএন ডেক্স: বেতন ভাতা বৃদ্ধি, উৎসব বোনাস প্রদানসহ ৯ দফা দাবি আদায়ের লক্ষে আগামী ১৩ নভেম্বর থেকে আবারও ধর্মঘটে যাচ্ছে বাংলাদেশ পোষ্টাল ইডি কর্মচারী ইউনিয়ন। এবার তারা অনির্দিষ্টকালের জন্য সকল কাজ-কর্ম বিরতি রেখে ধর্মঘট পালন করবেন বলে জানিয়েছেন। গতকাল সোমবার গ্রামীন শাখা ডাক ঘরে কর্মরত পোস্ট মাষ্টার ও কর্মচারীদের সংগঠন ‘বাংলাদেশ পোষ্টাল ইডি কর্মচারী ইউনিয়ন’ নওগাঁ জেলা শাখার এক সভায় নেতৃবৃন্দরা এ কথা জানান। জেলা শিল্প কলা একাডেমী হল রুমে ধর্মঘট পালনের প্রস’তি মূলক সভায় প্রধান অতিথি ছিলেন, সংগঠনের রাজশাহী বিভাগীয় কমিটির সদস্য মোঃ ইদ্রিস আলী সেখ। নওগাঁ জেলা শাখার সভাপতি খয়ের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, জয়পুরহাট জেলা শাখার সভাপতি আনছার আলী। এসময় অন্যান্যের মধ্যে, নওগাঁ শাখার সাধারন সম্পাদক পোস্ট মাষ্টার ইব্রাহীম হোসেন, শফিকুল ইসলাম, ফজলুল হক, চয়েন উদ্দীন, বজলুর রশিদ, গোলাম মস-ফা, আব্দুল হাই, জুঁই প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দাবি আদায়ের লক্ষে ইতোপূর্বে পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী গত ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন- কর্মবিরতি পালন করেছেন। কিন’ সরকার তাদের প্রানের দাবিগুলির ব্যাপারে কর্নপাত না করায় তারা অনির্দিষ্ট ধর্মঘটে যাচ্ছেন। প্রস’তি মূলক সভায় জেলার প্রায় শতাধিক ইডি কর্মচারী অংশগ্রহন করেন।#

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …