সিরাজগঞ্জ প্রতিনিধি : সড়ক দূর্ঘটনায় মায়ের মৃত্যুর কল্প কাহিনী দিয়ে ভূয়া কাগজপত্র তৈরী করে টাকা আদায় করতে গিয়ে সিরাজগঞ্জ থানা পুলিশের হাতে আটক হয়েছে এক প্রতারক। জেলা পরিষদ ,পুলিশ সুপার,এডিএম এর নিকট থেকে টাকা আদায় করে সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা সৈয়দ সহিদ আলমের নিকট টাকা নিতে গিয়ে গতকাল বিকেলে সে আটক হয়। আটক প্রতারকের বাড়ি বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামের মৃত নাজির হোসেনের পূত্র আবুল হোসেন(৪০) সে বর্তমানে থানা হেফাজতে রয়েছে। আবুল হোসেন এর মাতা হালিমা বেগম ঢাকা যাবার সময় সড়ক দূর্ঘটনায় আহত হয় আহত হালিমা বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস’ায় গত ২৩ অক্টোবর মারা যায়। বেলকুচি পৌরসভা থেকে এমন প্রত্যয়ন নিয়ে সে প্রত্যয়নের উপর উপজেলা চেয়ারম্যান মোঃ আলী আলম,বেলকুচির মেয়র মফিজ উদ্দিন খান, সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট,বেলকুচি বহুমূখি ডিগ্রী কলেজ, বেলকুচি ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ সুপারিশ সম্মলিত কাগজ নিয়ে ঐ প্রতারক টাকা আদায় করতে থাকেন। ইতোমধ্যে সে ১৯ হাজার ৫ শত টাকা আদায় করার পর গতকাল বিকেলে সদর থানার ওসির নিকট এসে টাকা দাবী করলে ওসির সন্দেহ হয় এর পর জিজ্ঞাসাবাদে জানা যায় আবুলের পিতা মাতা অনেক আগেই মারা গেছে। জানা গেছে, এ প্রতারক কখনো মন্ত্রী কখনো বিচারকের নাম পরিচয় দিয়ে অধস-ন কর্মকর্তাদের নিকট ফোন দিয়ে এসব সটাকা আদায় করতো ।ওসির নিকট ৫ হাজার টাকা নিতে এসে সে ফেঁসে গেছে।এব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …