সিরাজগঞ্জ প্রতিনিধি: সোমবার সকালে শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের ফকিরপাড়া ইসমাইল বাজারে গালা গ্রামের মামা ইসমাইল ডাক্তারের সাবলের আঘাতে ভাগ্নে টেক্কা মোল্লার (৪০) নিহত হবার খবর পাওয়া গেছে। শাহজাদপুর থানার সেকেন্ড অফিসার এসআই রেজাউল করিম জানান, গালার ইসমাইল হোসেন ওরফে ইসমাইল ডাক্তার ফকিরপাড়ার পাশে তার নিজ জমিতে একটি নতুন বাজার স’াপন করেছেন। ওই বাজারে ইসমাইল ডাক্তারের কাছ থেকে তার আপন ভাগ্নে ফকিরপাড়ার মাজেম মোল্লার ছেলে নিহত টেক্কা মোল্লা দোকান করার জন্য ১ শতক জায়গা কিনে নেয়। কিন’ ইসমাইল ডাক্তার টেক্কাকে জায়গা দখল বুঝিয়ে দিতে গড়িমসি করে। গতকাল সকালে টেক্কা মোল্লা বাঁশ খুটি নিয়ে ওই জায়গায় দোকান ঘর তুলতে গেলে উভয় পক্ষের সাথে গোলযোগ শুরু হয়। এক পর্যায়ে ইসমাইল ডাক্তার সাবল দিয়ে টেক্কা মোল্লার ঘাড়ে আঘাত করলে টেক্কা মোল্লা গুরুতর আহত ও অচেতন হয়ে পরে। গুরুতর আহত টেক্কা মোল্লাকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন। এ গোলযোগে টেক্কা মোল্লার অপর দুই ভাই ফজলাল মোল্লা ও আবু ছাইদ মোল্ল প্রতিপক্ষের হাতে গুরুতর আহত হয়েছেন বলে এসআই রেজাউল করিম জানান। এ রিপোর্ট লেখা পর্যন- লাশ ঘটনাস’ল থেকে শাহজাদপুর থানায় নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে। এসআই রেজাউল করিম জানান, লাশ ময়না তদনে-র জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা গালা গ্রামে ইসমাইল ডাক্তারের বাড়িঘর লুটপাট করেছে বলে অপর একটি সূত্র জানায়।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …