23 Magh 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে টিআর আত্মসাতের অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমানিত

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে টিআর আত্মসাতের অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমানিত

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজা খানম নিজেই নিয়মবর্হিভূতভাবে প্রকল্প বাস-বায়ন কমিটির চেয়ারম্যান হয়েও কাজ না করেই দুটি প্রকল্পের বরাদ্দকৃত টিআর আত্মস্বাত করার অভিযোগ উঠেছে। সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পরিদর্শনের সময় এ তথ্য বের হয়ে এসেছে। এ ঘটনায় অতিরিক্ত বিভাগীয় কমিশনারের নেতৃত্বে একটি তদন- কমিটি গঠন করা হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা দপ্তর সূত্রে জানা গেছে, বিগত অর্থবছরে টিআর প্রকল্পে জেলার চৌহালী উপজেলার উপজেলা পরিষদের আইপিএস ক্রয়ের জন্য পাঁচ টন এবং চৌহালী উপজেলা স্বাস’্য কমপ্লেক্সের চত্বরের আগাছা জংগল পরিষ্কারে জন্য তিন টন চাল বরাদ্দ দেয়া হয়। উপজেলা চেয়ারম্যান হিসেবে কোন প্রকল্প বাস-বায়ন কমিটির সভাপতি হওয়ার নিয়ম না থাকলেও উপজেলা চেয়ারম্যান মাহফুজা খানম নিজেই এই নিয়ম অমান্য করে প্রকল্প দুটির বাস-বায়ন কমিটির সভাপতি হন। প্রকল্প দুটির কাজ গত জুন মাসে শেষ হওয়ার কথা থাকলেও অদ্যবদি কোন কাজ করা হয়নি। গত ৮ আগষ্ট ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে বিগত অর্থবছরের টিআর প্রকল্পগুলোর বাস্থবায়ন কার্যক্রম দেখার জন্য সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোখলেসুর রহমান সরেজমিনে চৌহালীতে পরিদর্শনে আসেন। পরিদর্শনে এদুটি প্রকল্পে কোন কাজ না হওয়ার বিষয়টি প্রমানিত হয়। পরে বিষয়টি জেলা প্রশাসক কে জানানো হলে তিনি পরবর্তি ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে পত্র পাঠান। এর প্রেক্ষিতে মন্ত্রনালয় থেকে রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার স্বপন কুমার পাল এর নেতৃত্বে এক সদস্য বিশিষ্ট একটি তদন- কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি গত ১৬ অক্টোবর তদন- শেষ করেছেন বলে জানা গেছে। এ বিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব জানান, একজন উপজেলা চেয়ারম্যান হয়ে কোন প্রকল্প কমিটির সভাপতি হিসেবে থাকার নিয়ম নেই। তাছাড়াও উপজেলা পরিষদের জন্য আইপিএস ক্রয় এর জন্য বরাদ্দ দেয়া হলেও সেটি ক্রয় করা হয়নি। বিষয়টি সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মহোদয় সরেজমিনে পরিদর্শন করেছেন। তিনি বিস্তারিত বলতে পারবেন। এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মোখলেসুর রহমান সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, জুন মাসের মধ্যে এসকল প্রকল্পর কার্যক্রম সম্পন্ন হওয়ার বিধান রয়েছে। ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে চৌহালী উপজেলার বিভিন্ন প্রকল্পগুলো পরিদর্শনে যাওয়া হয়। বৃষ্টির কারনে সকল প্রকল্পে যাওয়া  সম্ভব হয়নি। গত ৮ আগষ্ট প্রথম এদুটি প্রকল্পে পরিদর্শন করা হয়। এ সময় কোন কাজ সম্পন্ন করা দেখা যায়নি। বিষয়টি জেলা প্রশাসক মহয়োদয়কে জানানো হলে উপজেলা চেয়ারম্যানের কাছে এর জবাব চাওয়া হয়। কিন’ তিনি এর জবাব প্রথমে দেননি। পরবর্তিতে বিসয়টি উল্লেখ করে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে জেলা প্রশাসক মহোদয় পত্র প্রেরন করেন। পত্রের প্রেক্ষিতে মন্ত্রনালয় থেকে তদন- কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে চৌহালী উপজেলা চেয়ারম্যান মোছাঃ মাহফুজা খানমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রকল্প বাস-বায়ন কমিটির সভাপতি হওয়ার বিষয়টি আইনবহির্ভূত কিনা আমার জানা নেই। তবে আমি যা করেছি আমার জানামতে নিয়ম মাফিকই করেছি। কাজগুলোও সম্পন্ন করা হয়েছে। যেহেতু এখন আমি ভিক্টিম সে কারনে কোন মন-ব্য করবো না। তিনি বলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তদন- করেছেন, সব কিছু সেই জানেন এবং বলতে পারবেন। এবিষয়ে রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার স্বপন কুমার পালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তদন্ত শেষ হয়েছে। দুএকদিনের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে। প্রতিবেদন দাখিলের পূর্বে কিছু বলা ঠিক হবে না।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …