23 Magh 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁ-পত্নীতলা মহাসড়কে গাছ কেটে ডাকাতি

নওগাঁ-পত্নীতলা মহাসড়কে গাছ কেটে ডাকাতি

এনবিএন ডেক্স: নওগাঁ-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের খন্তি মোড়ে  গত রবিবার রাত ১১টায় ডাকাতির ঘটনা সংগঠিত হয়েছে। রাসত্মার একটি গাছ কেটে ব্যারিকেড দিয়ে ১৪/১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দু’টি মাইক্রোবাসের গতিরোধ করে এবং অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে প্রায় অর্ধলক্ষাধিক টাকার মালামাল লুট করেছে। পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ জানান,  রাত ১১টায় নওগাঁ থেকে জরুরী কাজ শেষে মাইক্রো বাসযোগে নিজ বাড়ি সুবর্ণপুর ফিরার পথে উল্লেখিত স্থানে তিনি ডাকাত দলের কবলে পড়েন। এ সময় একটি ট্রাক ও আরো একটি মাইক্রোবাস একই অবস্থার শিকার হয়। ডাকাতরা আগ্নেয়াস্ত্রের মাধ্যমে ভীতি প্রদর্শন ও জিম্মি করে সকলের নিকট থেকে মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে ।  এ বিষয়ে পত্নীতলা থানা অফিসার ইনচার্জ মোঃ মকছেদ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ডাকাতির ঘটনা সত্যতা স্বীকার করেন।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …